logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

বিবারকে ভুলতে পারছেন না সেলেনা!

মাকির্ন পপ তারকা সেলেনা গোমেজ এখন পযর্ন্ত যে কজনের সঙ্গে সম্পকের্ জড়িয়েছেন তাদের মধ্যে আবেগের জায়গায় সবচেয়ে জড়িয়ে আছে জাস্টিন বিবারের নাম। প্রায় ৭ বছর চুটিয়ে প্রেম করেছেন বিবার-সেলেনা।

এর মধ্যে কয়েকবার সম্পকের্র বিচ্ছেদ হয়ে আবারও জোড়া লেগেছে। কিন্তু শেষবার বিচ্ছেদের পর বিবার তার নতুন সঙ্গিনীর সঙ্গে রয়েছেন। আর এদিকে কষ্টে রয়েছেন সেলেনা। বিবারের সঙ্গে কাটানো প্রিয় মুহূতর্গুলো মনে করেই এখন সময় পার করছেন তিনি। তার কাছের বন্ধুদের কাছ থেকে এমনটাই জানা যায়। কিছুতেই বিবারকে ভুলতে পারছেন না সেলেনা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে