logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  বিনোদন রিপোটর্   ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

আগ্রহী ওমর সানী

আগ্রহী ওমর সানী
শুধু চলচ্চিত্রে না, নতুন বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে আলোচনায় এসেছেন চিত্রনায়ক ওমর সানী। ঈদের কয়েক দিন আগে তিনি ও তার সহধমির্ণী প্রিয়দশির্নী মৌসুমী নিমার্তা কিসলুর পরিচালনায় নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। বিভিন্ন টিভি চ্যানেলে তা প্রচার হচ্ছে। এটি প্রচারের পর বেশ সাড়া পান তারা। ওমর সানী বলেন, নতুন কয়েকটি বিজ্ঞাপনে কাজ করা হলো আমার। এসব প্রচারের পর ভালো সাড়া পেয়েছি।

বিশেষ করে মৌসুমী ও আমার করা ‘রানী গুঁড়া মসলা’র বিজ্ঞাপনটি প্রচারের পর সবাই পছন্দ করছেন। গল্পটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য নিমার্তা কিসলু ভাইকে ধন্যবাদ এবং এ ধরনের ভালো কাজ করতে আগ্রহী আমি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে