logo
শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৬

  তারার মেলা রিপোটর্   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

দ্বিতীয় উপন্যাস লিখছেন ভাবনা

দ্বিতীয় উপন্যাস লিখছেন ভাবনা

চলতি বছর একুশে বইমেলায় প্রকাশ হয় এ সময়ের মেধাবী অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। আবার উপন্যাস লিখতে শুরু করেছেন এই তারকা। সেপ্টেম্বর ‘বইপড়া দিবস’-এ নিজের দ্বিতীয় উপন্যাসটি শুরু করার খবর জানিয়েছেন এ অভিনেত্রী। আগামী বছর একুশে বইমেলায় প্রকাশিত হবে তার এই উপন্যাস। এবারের উপন্যাসের কাহিনী প্রসঙ্গে এখনই কিছু জানাতে রাজি হননি তিনি। ভাবনা বলেন, ‘এখন বলতে চাই না। তবে এটুকু বলব, এ উপন্যাসটিও মেয়েদের নিয়ে। ১৬ থেকে ২২ বছরের একটি মেয়ের জীবন নিয়ে এ উপন্যাসের কাহিনী। উপন্যাসের মেয়ে চরিত্রটি নাটক বা সিনেমায় অভিনয় করে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা না বলি। আমার মনে হয়, বই পড়ে বিষয়টি জানলেই সবার ভালো লাগবে।’ ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’-এ কল্পিত এক নারী চরিত্রকে তুলে ধরেছিলেন তিনি। গত রোজার ঈদে এই উপন্যাস নিয়ে নিমির্ত হয় টেলিছবি ‘গুলনেহার’। অনিমেষ আইচ পরিচালিত ও দিলারা জামান অভিনীত টেলিছবিটি তখন বেশ সমালোচকপ্রিয় হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে