logo
রোববার ১৬ জুন, ২০১৯, ২ আষাঢ় ১৪২৬

  তারার মেলা ডেস্ক   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

এক পলকে

সুস্মিতার বেলি ড্যান্সে মজেছে নেটদুনিয়া

সুস্মিতার বেলি ড্যান্সে মজেছে নেটদুনিয়া
সুস্মিতা সেন
সুস্মিতা সেনকে বড় পদার্য় এখন আর আগের মতো দেখা যায় না। কিন্তু তার শরীরি হিল্লোল এখনো আকৃষ্ট করে ভক্তদের। তার সৌন্দযর্্য এখনো নেশাতুর। আর সেই নেশা এই বয়সেও আরও খানিকটা বাড়িয়ে দিলেন। তার সুপারহিট ‘দিলবার’ গানের নতুন রিমিক্সে যেভাবে কোমর দোলালেন, তা থেকে চোখ ফেরানো দায়। আর তাতেই বাড়ল নেটদুনিয়ার উত্তাপ। জিমের মধ্যে সুন্দর দোহারা চেহারায় বেলি ড্যান্স করতে দেখা গেল বাঙালি সুন্দরীকে। সুসের ড্যান্স স্টেপের ভিডিওটি এখন ভাইরাল। ১৯৯৯ সালে সুস্মিতা অভিনীত ‘সিফর্ তুম’ সিনেমার এই সুপারহিট গানে প্রায় ২০ বছর পর ফের বোঝালেন তিনি কতটা ফিট, কতটা আকষর্ণীয়। বয়সটা তার কাছে সংখ্যা মাত্র। তাই তো নোরার নেশায় বুঁদ দশর্করাও এখন সুসের ভিডিওতেই মজেছেন।

তবে নতুন গানকে আলাদা মাত্রা দিয়েছে নোরা ফতেহির বেলি ড্যান্স। তার ড্যান্স স্টেপে ফিদা স্বয়ং সুস্মিতা। সাংবাদিকদের এই বাঙালি সুন্দরী বলেছিলেন, ‘অত্যন্ত ভালো নেচেছেন নোরা। সবচেয়ে ভালো লেগেছে গানের প্রথম দুটি লাইন। যা খুব সুন্দরভাবে গাওয়া হয়েছে। বেশ ভালো রিমিক্স হয়েছে।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে