logo
রোববার ১৬ জুন, ২০১৯, ২ আষাঢ় ১৪২৬

  তারার মেলা রিপোটর্   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

পিয়াল হাসানের চায়ের কাপে তুমুল বৃষ্টি

পিয়াল হাসানের চায়ের কাপে তুমুল বৃষ্টি
মিউজিক ভিডিওতে সুমিত ও স্পশির্য়া
ভালোবাসার টানে পালিয়ে বিয়ে করেছেন এ প্রজন্মের প্রিয় দুই তারকা অচির্তা স্পশির্য়া ও সুমিত সেনগুপ্ত। দুজনের তুমুল রোমান্স আর নানান খুঁনসুটির মধ্য দিয়েই দিন কাটছে। কখনো ছোট্ট বাসার ভেতর, কখনো ছাদে চলছে তাদের ভালোবাসা বিনিময়। রাত-দুপুরে চায়ের কাপে তুলছেন তুমুল বৃষ্টি। তবে এটা এই দুই তারকার বাস্তবজীবনের গল্প নয়। এমনই রোমান্টিক গল্প নিয়ে সাজানো নতুন মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তারা। সংগীতশিল্পী পিয়াল হাসানের ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ গানের ভিডিওটি এমনই আবেদনময় আবহে খুঁজে পাওয়া যাবে স্পশির্য়া ও সুমিতকে। গানটি লিখেছেন জামাল রেজা। সুর ও সংগীত করছেন শিশির। ভিডিওর কোরিওগ্রাফিতে ছিলেন নিডো খান। ভিজুয়্যালাইজার টিমের এই ভিডিও নিমাের্ণ ডিওপি হিসেবে ছিলেন ফরহাদ হোসেন। গত ৭ সেপ্টেম্বর পিয়াল হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

সংগীতশিল্পী পিয়াল হাসান বলেন, ‘আমার ভক্তরা গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। মিউজিক ভিডিওর নিমার্ণ এবং স্পশির্য়া-সুমিতের অনবদ্য ক্যামেস্ট্রি শ্রোতা-দশর্কদের প্রত্যাশা পূরণ করতে পারবে।’ স্পশির্য়া বলেন, ‘অনেকদিন পর এমন মিষ্টি স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কীর সঙ্গে সুমিতের সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে