শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বমহিমায় সিঁথি...

চলমান সময়ের ব্যস্ততম কণ্ঠশিল্পী সিঁথি সাহা। গুণী অভিনেত্রী হিসেবেও পরিচিতি রয়েছে তার। তবে গানের অঙ্গনেই দীঘির্দনের বিচরণ। মানসম্মত গান দিয়ে শ্রোতা-দশের্কর মনে করে নিয়েছেন শক্ত অবস্থান। মাঝে কয়েক বছর বিদেশে থাকলেও সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এবার স্বমহিমায় গানের জগতে ফেরার পালা। মিষ্টি কণ্ঠের এই সংগীত তারকাকে নিয়ে লিখেছেন-আল মাসিদ
নতুনধারা
  ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০
সিঁথি সাহা ছবি-শেখ সাদী

গানের জগতে স্বমহিমায় ফিরছেন সুরেলা কণ্ঠের গø্যামারাস গায়িকা ও অভিনেত্রী সিঁথি সাহা। মাঝে পড়াশুনার জন্য বিদেশে থাকলেও দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন গান নিয়ে। সংগীত ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের শুরুতেই যেন সাড়া ফেলে দিয়েছেন এই মিষ্টি মুখের গায়িকা। নিজের ধমের্র সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুগার্পূজা উপলক্ষে সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন গান ‘মা, দুগার্ মা’। যুবক বড়–য়ার লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এতে সিঁথির সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন দুই ক্লোজআপ তারকা কিশোর ও পুলক। এ গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘পুজার গান আসলে হুট করেই হয়। তাই সেভাবে পরিকল্পনা করে কাজটি করিনি। যেহেতু সময় কম ছিল তাই শুধুমাত্র গায়কীতে যতœ নিয়েছি। সময়ের অভাবে এর কোনো মিউজিক ভিডিও হয়নি। তবে ইউটিউবে লিরিক ভিডিও পাওয়া যাবে। আশা করছি গানটি সবারই পছন্দ হবে।’

আগের বছরের দুগার্পূজাতেও প্রকাশ হয়েছিল কবির বকুলের লেখা ও উজ্জল সিনহার সুর-সংগীতে সিঁথির গাওয়া একটি পুজোর একক গান। সেটি সেসময় বেশ সাড়া ফেলেছিল।

এদিকে, এবারের শারদীয়া দুগার্পূজা উপলক্ষে নতুন পরিচয়ে দশের্কর সামনে হাজির হচ্ছেন সিঁথি সাহা। চ্যানেল আইয়ে প্রচারের উদ্দেশ্যে নিমির্ত ‘শারদীয়া’ শিরোনামের একটি অনুষ্ঠানের পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন তিনি। এ প্রসঙ্গে উচ্ছ¡সিত সিঁথি বলেন, ‘এবারই প্রথম কোনো টিভি অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। আমার উপস্থাপনায় শারদীয়া অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় দুই চিত্রতারকা ফেরদৌস ও অপু বিশ্বাস, প্রিয় ব্যান্ডদল জলের গানের ভোকাল রাহুল আনন্দ ও যন্ত্রশিল্পী মিঠুন। তারা আমার সঙ্গে গান, নাচ আর আড্ডায় পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছেন। পূজার অনুষ্ঠান হলেও শুধুমাত্র সনাতন ধমার্বলম্বী তারকাদের নিয়ে এই অনুষ্ঠানটি করিনি। আমরা চেয়েছি দুগার্পূজার সাবর্জনীন চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে। কারণ আমরা বিশ্বাস করি-ধমর্ যার যার, উৎসব সবার। আশা করি আমাদের এ আয়োজন দশের্কর খুব ভালোলাগবে।’

এ ছাড়া এবারের পূজায় একাধিক টিভি অনুষ্ঠান ও পূজামÐপের লাইভ কনসাটের্ গাইবেন সিঁথি। দশমীর সকালে দীপ্ত টিভিতে সরাসরি গাইবেন বলেও জানান তিনি।

এবারের পূজার পরিকল্পনা নিয়ে সিঁথি জানান, ‘আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে পারিবারিক পূজা হয়। পূজার শুরুর দিকে সেখানে কাটিয়েছি। এখন ঢাকায় আছি। প্রতিদিন দেবী দশর্ন, অঞ্জলি দেয়া, মÐপে ঘোরা, রান্না-বান্না সবই করেছি। প্রিয়জনদের নতুন পূজার পোশাক উপহার দিয়েছি। সব মিলিয়ে দারুন কাটছে সময়টুকু।’

কদিন আগেই অনুষ্ঠিত চ্যানেল আই সিটিসেল অ্যাওয়াডের্ আধুনিক গান বিভাবে সমালোচক রায়ে সেরা শিল্পী হয়েছেন সিঁথি সাহা। চন্দন সিনহার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া ‘আঙুল ছঁুয়েছে আঙুল’ গানের জন্য এ পুরস্কার অজর্ন করেছেন তিনি। তবে এ গানটি নিয়ে নতুন এক তথ্য দিলেন এই গায়িকা। গানটি বাপ্পী চৌধুরী অভিনীত ‘নায়ক’ সিনেমায় ব্যবহার করা হয়েছে।

শুধু নায়ক নয়, নিয়মিতই প্লেব্যাক করছেন সিঁথি। তার গাওয়া সবের্শষ ছবির গান মাহিয়া মাহি অভিনীত ‘মন দেব মন নেব’-এর টাইটেল ট্র্যাক। এ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর আগে আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’র ‘বিস্ময় ঘোর’ গানটি গেয়েও সাড়া ফেলে দেন এই শিল্পী। এ গানের সুর ও সংগীত করেছেন ভারতের প্রখ্যাত সংগীতপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই সংগীতপরিচালকের সঙ্গে এর আগেও বেশকিছু কাজ করে সফলতা পেয়েছেন সিঁথি। গত বছর ‘আমি তোমাকে’ শিরোনামের একক গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন সিঁথি। সেই গানের সুর-সংগীত করেছিলেন ইন্দ্রদীপ। তারও আগে এই সংগীতপরিচালকের সুর-সংগীতে কলকাতার কালারস বাংলা টিভির জনপ্রিয় সিরিয়াল ‘শ্রী চৈতণ্য’তে একাধিক গান গেয়েছেন তিনি। অচিরেই গানচীলের ব্যানারে প্রকাশ পাবে এই সংগীতপরিচালকের সুর ও সংগীতে সিঁথির নতুন একক গান ‘ল²ী সোনা’। এ প্রসঙ্গে সিঁথি বলেন, ‘সবার মতো আমিও ইন্দ্রদীপ দার ভক্ত। তার সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। আগামীতে তার সঙ্গে অনেক কাজ করার ইচ্ছা আছে।’

কলকাতার নামী আরেক সংগীতপরিচালকের সঙ্গে সিঁথি একটি গান করেছেন। তবে তা নিয়ে এখনি মুখ খুলতে চান না এই গায়িকা। বিষয়টি চমক হিসেবে রাখতে চান! এর বাইরে ৮টি রবীন্দ্রসংগীত রেকডির্ং করেছেন এই গায়িকা। সিঁথি বলেন, ‘ইতোমধ্যে গানগুলোতে কণ্ঠ দিয়েছি। রবীন্দ্রনাথের গানের কথা ও সুর অবিকৃত রেখে সংগীতায়োজনে আধুনিকতা এনেছি। যাতে গানগুলো সব শ্রেণির শ্রোতার ভালোলাগে। গানগুলো নিয়ে একটি অ্যালবাম করার ইচ্ছা আছে। শিগগিরই অ্যালবামটি প্রকাশ করব।’

গান নিয়ে আগামীর পরিকল্পনা জানতে চাইলে দৃঢ় প্রত্যয় নিয়ে সিঁথি বলেন, ‘এখন থেকে নিয়মিত গানের সঙ্গেই থাকব। নিয়মিত বিরতিতে নতুন নতুন গান শ্রোতা-দশর্কদের উপহার দেব। ইতোমধ্যে বেশকিছু আধুনিক গান তৈরিও করে ফেলেছি। অচিরেই গানগুলো প্রকাশ করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17998 and publish = 1 order by id desc limit 3' at line 1