বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এই নাটক এই সিনেমা

জাকিয়া বারী মম। মিডিয়াতে তার আগমন ঘটে ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম অজের্নর মাধ্যমে। দশের্কর সঙ্গে পরিচয় হয় ২০০৭ সালে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নিমির্ত তৌকীর আহমেদের পরিচালনায় দারুচিনি দ্বীপ সিনেমার মধ্য দিয়ে। যদিও তার আগে থেকেই সংস্কৃতি অঙ্গনের সঙ্গে ওঠা-বসা। ছোটবেলা থেকেই নাচের সঙ্গে বসবাস তার। ১৯৯৫ সালে নৃত্যে নতুন কুঁড়ি পুরস্কার জিতেছেন তিনি। তাকে নিয়ে লিখেছেন জাহাঙ্গীর বিপ্লব
নতুনধারা
  ০১ নভেম্বর ২০১৮, ০০:০০
জাকিয়া বারী মম

চলচ্চিত্র দিয়েই শুরু হয় মমর মিডিয়া যাত্রা। ক্যারিয়ারের শুরুটাও বেশ জঁাকজমকভাবেই হয়। প্রথম চলচ্চিত্রেই লুফে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু তারপরের গল্পটা অন্যরকম। দারুচিনি দ্বীপের পর লম্বা একটা সময় নাটকে কাজ করেন তিনি। নাটকই হয়ে যায় একমাত্র আশ্রয়স্থল। কিন্তু বেশ কয়েকবছর পর নাট্য নিমার্তা এজাজ ম্ন্নুার হাত ধরে আবার চলচ্চিত্র যাত্রা শুরু করেন মম। সিনেমাটির নাম ‘ছঁুয়ে দিলে মন’। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় তার। বাণিজ্যিক সিনেমার জন্য যা যা প্রয়োজন, সবই করেছিলেন তিনি। এমনকি পোশাক-আশাকেও বেশ খোলামেলাভাবে উপস্থিত হতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু তাতে কেবল সমালোচনারই ঝড় তুলেছিলেন, আলোচনা কিংবা সাড়া ফেলতে পারেননি মোটেও। ফ্লপের কাতারে পড়ে সিনেমাটি।

‘মন ছুঁয়েছ মন’ সিনেমার মানসিকভাবে ভেঙে পড়ে চলচ্চিক্র থেকে নিজেকে দূরে রাখার ঘোষণা দিয়ে আবার পুরোপুরি ছোটপদার্য় ব্যস্ত হয়ে পড়েন তিনি। ধারাবাহিক, খÐনাটক এবং টেলিছবিতে অভিনয় করেই কেটে যায় মমর সময়। তবে পরবতীের্ত আলোচিত কয়েকজন চলচ্চিত্র নিমার্তাদের প্রস্তাবে নিজের সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে আবার চলচ্চিত্রে ফিরে আসেন তিনি। বতর্মানে নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও সমান তালে কাজ করে যাচ্ছেন। চলতি বছর দশর্ক তার তিনটি সিনেমায় দশর্ক তাকে দেখছেন। এরইমধ্যে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমায় আলতা চরিত্রে মম’র অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।

এবার পর পর দুই সপ্তাহে দুটি দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। আগামী ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে জাকিয়া বারী মম অভিনীত তানিম রহমান পরিচালিত ‘স্বপ্নের ঘর’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। অন্যদিকে পরের সপ্তাহেই ১৬ নভেম্বর মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত সিনেমা ‘দহন’। ‘স্বপ্নের ঘর’ সিনেমায় মম অভিনয় করেছেন মারিয়া চরিত্রে এবং ‘দহন’ সিনেমায় মম অভিনয় করেছেন ‘মায়া’ চরিত্রে।

সিনেমা দুটি নিয়ে জাকিয়া বারী মম বলেন,‘ দুটো সিনেমার গল্প দুইরকম। এরইমধ্যে দুটো সিনেমারই ট্রিজার প্রকাশিত হয়েছে। দুটো সিনেমা দেখার জন্যই দশের্কর মধ্যে ভীষণ আগ্রহ আমি লক্ষ করেছি। আমি দুটো সিনেমা নিয়েই ভীষণ আশাবাদী। কারণ বাংলাদেেেশর সিনেমা দিন দিন যেভাবে ভালোর দিকে যাচ্ছে তাতে আমার মনে হয় স্বপ্নের ঘর এবং দহন দেখতে দশর্ক হলমুখী হবেন নিশ্চয়ই। কারণ দুটো সিনেমাই দশের্কর দেখার মতো সিনেমা। ‘স্বপ্নের ঘর’ সম্পূণর্ ভৌতিক সিনেমা। এর আগে দশর্ক এই ধরনের সিনেমা বাংলাদেশে আগে দেখেননি। যে কারণে অনেকেই মনে করছেন এটা অন্যরকম সাড়া ফেলতে পারে। তবে যাইহোক না কেন দুটো সিনেমা নিয়েই আমার নিজের মধ্যে অন্যরকম উচ্ছাস কাজ করছে।’

চলচ্চিত্রে নিজের অবস্থান নিয়ে মম বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করার জন্য শুধু অভিনয় জানলেই হয় না। আরো অনেক কিছু দরকার। আমি আমার অভিনয় পেশাকে খুব ভালোবাসি, সম্মান করি। তাই নিজের নৈতিক অবস্থান থেকে সরে গিয়ে এমন কিছু করতে চাই না, যার কারণে আমার পেশাকে অসম্মান করা হবে। আর আমি এভাবেই দু’মাধ্যমেই কাজ করতে চাই। নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই আগামীর দিনগুলো কাটাতে চাই।’

মমর কাছ থেকে জানা গেল, বতর্মানে কক্সবাজারে অঞ্জন আইচের রচনা ও নিদের্শনায় ‘রূপার সমুদ্র’, ‘আহা কক্সবাজার’ এবং ‘ক্রমশ তোমার গল্প’ নাটকে কাজ করছেন। এই নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে থাকবেন কল্যাণ কোরাইয়া, অষার্, জোভান ও জনি। কক্সবাজারের শুটিং শেষে আগামী ৫ নভেম্বর ঢাকায় ফিরেই ‘স্বপ্নের ঘর’ ও ‘দহন’র প্রচারণায় নেমে যাবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20329 and publish = 1 order by id desc limit 3' at line 1