শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহিলা সমিতি মঞ্চে রবীন্দ্রনাথের পঁাচ নাটক

তারার মেলা রিপোটর্
  ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

মহিলা সমিতির মঞ্চে রবীন্দ্রনাথের রচনা অবলম্ব^নে পঁাচ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে প্রাঙ্গণেমোর নাট্যদল। আগামী ২ থেকে ৬ নভেম্বর পযর্ন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে নিমির্ত পঁাচ নাটকের প্রদশর্নী। এতে অনন্ত হীরার নিদের্শনায় রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে নাটক ‘শ্যামাপ্রেম’ এবং নূনা আফরোজের নিদের্শনায় চারটি নাটকের মধ্যে রবীন্দ্রনাথের ‘চার অধ্যায়’ উপন্যাস অবলম্ব^নে নাটক ‘স্বদেশী’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’ এবং ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকগুলো প্রদশির্ত হবে। নিদের্শক ও অভিনেত্রী নূনা আফরোজ বলেন, মহিলা সমিতি আমাদের ঐতিহ্যবাহী মঞ্চ যেখানে বাংলাদেশের নাট্যচচার্ বেড়ে উঠেছে। বিকশিত হয়েছে। সেই মহিলা সমিতি আবার দীঘর্ বিরতির পর চালু হলেও এখন পযর্ন্ত নিয়মিত প্রদশর্নী হচ্ছে না বা দশর্কও অভ্যস্ত হয়ে উঠছেনা। তাই মহিলা সমিতিকে জমিয়ে তোলা আমাদের দায় মনে করেছি। রবীন্দ্রনাথের নাটক দিবস ভিত্তিক আয়োজনের বৃত্তে বন্দি থাকুক এমনটা চান না নূনা আফরোজ। তিনি বলেন, ‘আমাদের যেহেতু পঁাচটি রবীন্দ্র প্রযোজনা রয়েছে তাই ভাবলাম রবীন্দ্র নাটক নিয়ে একটা বিশেষ আয়োজন করি না কেন। তাছাড়া রবীন্দ্রনাথের নাটক বিশেষ দিবসে আটকে থাকবে তা আমরা কখনোই মনে করি না। আমরা প্রাঙ্গণেমোর সারা বছরই রবীন্দ্রনাথের নাটক করি। তাই তো এই বিশেষ আয়োজন ‘রবীন্দ্রনাথে পঁাচ দিন প্রাঙ্গণেমোর’। প্রাঙ্গণেমোর জানায় ২ নভেম্বর শেষের কবিতা, ৩ নভেম্বর শ্যামাপ্রেম, ৪ নভেম্বর ‘আমিও রবীন্দ্রনাথ’, ৫ নভেম্বর ‘রক্তকরবী’ ও ৬ নভেম্বর ‘স্বদেশী’ নাটকটি মঞ্চস্থ হবে। এ আয়োজনের উদ্বোধন করবেন প্রখ্যাত নিদের্শক সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইডিএলসি ব্যাংকের সিইও আরিফ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20350 and publish = 1 order by id desc limit 3' at line 1