logo
শুক্রবার ২১ জুন, ২০১৯, ৭ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১০ জানুয়ারি ২০১৯, ০০:০০  

মানসিক রোগে ভুগছেন বিদ্যা!

বালন বলিউডের ব্যতিক্রমী অভিনেত্রীদের একজন বিদ্যা বালন। তার ভক্তের সংখ্যা অগণিত। প্রচারের আলো থেকে বিদ্যা সাধারণত নিজেকে দূরেই রাখেন। বছরের শুরুতেই তিনি উঠে এলেন খবরে। আর তা ভক্তদের জন্য মোটেও সুখবর নয়। অদ্ভুত এক রোগে ভুগছেন তিনি।

জানা গেছে, বলিউড তারকা বিদ্যা বালন এখন মানসিক রোগে ভুগছেন। রোগটির নাম ওসিডি অথার্ৎ অবসেসিভ-কমপালসিভ ডিস অডার্র। এটি একধরনের মানসিক অসুস্থতা। রিপোটর্ অনুযায়ী বিশ্বে মাত্র প্রায় ৩ শতাংশ মানুষ এই রোগটির শিকার। এই মানসিক রোগের বড় সমস্যা হলো, রোগীর ঠিকমতো ঘুম না হওয়া। এ ছাড়া আরও নানা মানসিক সমস্যায় ভুগতে হয় রোগীকে। জানা গেছে, এই মানসিক রোগ থেকে মুক্তি পেতে এরই মধ্যে চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় পরামশর্ নিয়েছেন বিদ্যা।

বিদ্যা বালন এদিকে এক দশক পর বিদ্যা আর অক্ষয় কুমারকে একসঙ্গে পদার্য় দেখা যাবে ‘মিশন মঙ্গল’ ছবিতে। ছবিতে তাপসী পান্নুকেও দেখা যাবে। বিদ্যার সবের্শষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তুমহারি সালু’। ২০১৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে একজন রেডিও জকির ভ‚মিকায় অভিনয় করেন তিনি। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে