logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  তারার মেলা রিপোটর্   ১০ জানুয়ারি ২০১৯, ০০:০০  

নতুনরূপে বুবলী

নতুনরূপে বুবলী
শবনম বুবলী
সংবাদ পাঠিকা থেকে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের হাত ধরে বড় পদার্য় নায়িকা হিসেবে দশর্কদের সামনে আসেন তিনি। একটানা শাকিবের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। হ্যঁা, নায়িকা শবনম বুবলীর কথা বলছি। ‘ক্যাপ্টেন খান’ মুক্তির পর কিছুটা আড়ালে গিয়েছিলেন বুবলী। তারপর ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং করেছেন। সম্প্রতি জনপ্রিয় এই নায়িকা দেখা দিলেন নতুনরূপে। একটি বিউটি লাউঞ্জের ফটোশুটে বুবলীকে পাওয়া গেল নববধূরূপে। আগামী সপ্তাহে ‘বীর’ নামের নতুন ছবিতে কাজ করবেন বুবলী। সেখানেও তার নায়ক শাকিব খান। দশর্কদের মতে, বাংলা চলচ্চিত্রের বতর্মানে সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী। এ ছাড়া তাদের ছবি দশর্ক চাহিদার শীষের্।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে