মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

আগামীকাল ‘উন্মাদ’

তারার মেলা রিপোটর্

ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত সম্প্রতি নেপালে চিত্রায়ণ হয়েছে রিফাত আদনান পাপনের রচনায় নাজমুল রনির পরিচালনায় খÐ নাটক ‘উন্মাদ’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌসুমি হামিদ, অবাক, পীরজাদা হারুন, রিমি করিম, সানিতা, মনিরুল ইসলাম মনির প্রমুখ। নাটকটি আগামীকাল শুক্রবার রাত ৯টায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে বলে নিমার্তা নাজমুল রনি জানান। নাটকের গল্পে দেখা যাবে, রাফিদ, ফারিন, নিঝুম ও অরণ্যÑচারজন খুব ভালো বন্ধু। তাদের এই গ্রæপ বা গ্যাংয়ের নাম ম্যাডনেস। কোনো বন্ধু-বান্ধব তাদের গ্যাং এ নট এলাউড। গ্যাং এর সবাই খুব এডভেঞ্চার প্রিয়। দেশের প্রায় সব জায়গা চষে বেড়ানো শেষ। তাই প্রথমবারের মতো তারা দেশের বাইরে (নেপালে) এসেছে ট্রাভেল করতে। বিষয়টি নিয়ে সবাই খুব উত্তেজিত। নেপালে পা দেয়ার পর থেকেই ওদের উন্মাদনা শুরু হয়ে যায়, সেলফি তোলা, ছোটাছুটি করা সব কিছুতেই আলটিমেট বাউন্ডলেস ফ্রিডম। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।

বহুমাত্রিক

মৌসুমী

তারার মেলা রিপোটর্

বহুমাত্রিক চরিত্রে অভিনয় করতেই ভালো লাগে টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী হামিদের। নাটকের বা টেলিফিল্মের গল্পে যে চরিত্রগুলো নিয়ে অভিনয়ে খেলা যায় সেসব চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মৌসুমী হামিদ। যে কারণে মাসজুড়ে কাজ করার পক্ষপাতিও নন তিনি। মাসে কয়েকটা ভালো গল্পের নাটকে কাজ করতে পারার মধ্যেই তিনি ভালোলাগা খুঁজে পান। অভিনয়ের ক্যারিয়ারের শুরু থেকেই মৌসুমী হামিদের অভিনয় নিয়ে ভাবনাটা এমন। আর তাই তারসঙ্গে বিভিন্ন নাটকে কাজ করা সহশিল্পীরাও তার অভিনয়ের দারুণ প্রশংসা করেন সবসময়ই। বতর্মানে মৌসুমী হামিদ ইন্দোনেশিয়ার বালিতে আছেন। সেখানে তিনি সৈয়দ ইকবালের রচনায় ও সাখাওয়াত মানিকের নিদের্শনায় এরই মধ্যে ‘এমনও হয়’ নাটকের কাজ শেষ করেছেন। নাটকে মৌসুমী হামিদের চরিত্রের নাম সারা। সারাকে তার বয়ফ্রেÐ ট্র্যাপড করে ইন্দোনেশিয়ায় বিক্রি করে দেয়। এরপর শুরু হয় সারার চ্যালেঞ্জিং এক জীবন। সেই চ্যালেঞ্জিং জীবনে নানান নাটকীয় মুহ‚তের্ পাশে এসে দঁাড়ায় শ্যামল মাওলা ও নিলয়। বালি থেকে মুঠোফোনে মৌসুমী হামিদ বলেন, ‘সাখাওয়াত মানিকের নিদের্শনায় এর আগেও আমি অভিনয় করেছি। খুব গুছিয়ে কাজ করেন তিনি। আর দেশের বাইরে কাজ করার আরেকটি বিশেষ সুবিধা হলো নাটকের লোকেশন এত বেশি সুন্দর যে মন ভরে যায়। অনেক ভালোলাগা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, দশের্কর কাছে অনেক ভালো লাগবে।’

এদিকে সাখাওয়াত মানিক, আসাদুজ্জামান আসাদ ও ফুয়াদের নিদের্শনায় আরও পঁাচটি নাটকের কাজ করবেন মৌসুমী হামিদ। বালিতে নাটকগুলোর শুটিং শেষে আগামী ৩০ জানুয়ারি ঢাকায় ফিরবেন তিনি। দেশে ফিরে তিনি পূবর্ নিধাির্রত সিডিউলের কাজে অংশ নিবেন। মৌসুমী হামিদ অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ ধারাবাহিকটি নিয়মিত মাছরাঙ্গা টিভিতে প্রচার হচ্ছে। এ ছাড়া এরই মধ্যে প্রচার শেষ হলো তার অভিনীত ‘সিনেমাটিক’ ধারাবাহিকটি।

রাজনীতিতে কারিনার ‘না’

তারার মেলা ডেস্ক

ভারতের লোকসভা নিবার্চনে অংশ নিতে যাচ্ছেন সাইফ আলী খানের জীবন সঙ্গিনী কারিনা কাপুর। রাহুল গান্ধীর দল কংগ্রেসের টিকিটে মধ্যপ্রদেশের ভুপাল থেকে নিবার্চন করতে পারেন এই বলিউড সুন্দরী। এমন গুঞ্জন কিছু দিন ধরেই শোনা যচ্ছিল। এবার এ গুঞ্জনের সত্যতা জানালেন এই নায়িকা। কলকাতার পত্রিকা জি-নিউজ জানায়, কারিনা কাপুরের জনপ্রিয়তাকে পঁুজি করে লোকসভা নিবার্চনে কংগ্রেস তাকে প্রাথীর্ করছে এমন খবর কয়দিন ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে। কিন্তু কারিনা এক বিবৃতিতে ওই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বিবৃতিতে কারিনা বলেন, ‘রাজনীতিতে আমার কোনো আগ্রহ নেই। ভোটে অংশ নেয়ার ব্যাপারে কাউকে কোনো প্রস্তাবও দিইনি। অভিনয়ের মধ্যে থেকেই আপাতত বঁাচতে চাই।’

মধ্যপ্রদেশে পাতৌদি রাজবংশের কাযর্কর প্রভাব রয়েছে। ধারণা করা হচ্ছে, এ কথা মাথায় রেখেই সেখানে কারিনাকে ভোটে প্রাথীর্ করতে চেয়েছিল কংগ্রেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33623 and publish = 1 order by id desc limit 3' at line 1