logo
শুক্রবার ২৪ মে, ২০১৯, ১০ জ্যৈষ্ঠ ১৪২৬

  তারার মেলা রিপোর্ট   ১৪ মার্চ ২০১৯, ০০:০০  

ফের একসঙ্গে মম-জোভান

ফের একসঙ্গে মম-জোভান
এই সময়ের ব্যস্ততম নাট্যনির্মাতা সরদার রোকনের নির্দেশনায় তৃতীয়বারের মতো একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও এই সময়ের দর্শকপ্রিয় অভিনেতা জোভান। নাটকের নাম 'তুই থেকে তুমি'। নাটকটি রচনা করেছেন মেহরাব। নাটকটি প্রযোজনা করেছেন মো. আইনুল ইসলাম চঞ্চল। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানালেন নির্মাতা সরদার রোকন। রোকন জানান, প্রচলিত গল্প থেকে একটু ভিন্ন ধরনের গল্প এটি। তবে অবশ্যই রোমান্টিক একটি গল্প 'তুই থেকে তুমি'। এর আগে সরদার রোকনের নির্দেশনায় মম ও জোভান 'আবেগী মেঘের ভেতর',' চাঁদকন্যা' নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। তৃতীয়বারের মতো তারা দু'জন 'তুই থেকে তুমি' নাটকে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, 'একজন নির্মাতা হিসেবে সরদার রোকন এখন বেশ ভালো ভালো কাজ করছেন। ভালো ভালো গল্প নিয়ে অনেক যত্ন করে নাটক নির্মাণের চেষ্টা করছেন। তার নির্দেশনায় এরই মধ্যে আমি অনেকগুলো নাটকে অভিনয় করেছি। বেশকিছু নাটক প্রচার হয়েছে। আমি বেশ ভালো সাড়াও পেয়েছি। তুই থেকে তুমি নাটকটির গল্পও দর্শকের ভালোলাগবে। জোভান'তো এখন খুউব ভালো অভিনয় করছে। আমাদের এ নাটকটি নিয়েও আমি আশাবাদী।' জোভান বলেন,' জাকিয়া বারী মম বাংলাদেশের নাট্যাঙ্গনের এই সময়ের একজন প্রমাণিত গুনী অভিনেত্রী। নিঃসন্দেহে তার সঙ্গে কাজ করতে পারাটা আমি ভীষণ উপভোগ করি। তারসঙ্গে আমি এর আগে বেশকিছু নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করার বোঝাপড়াটা আমার বেশ চমৎকার। তুই থেকে তুমি দর্শকের প্রিয় একটি নাটক হবে বলেই আমি আশা করি।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে