বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২১ মার্চ ২০১৯, ০০:০০

রাজনীতিতে

সানি লিওন!

তারার মেলা ডেস্ক

অভিনেতা বা অভিনেত্রীদের রাজনীতিতে আসা নতুন কোনো ঘটনা নয়। এর মধ্যে কেউ কেউ রূপালি পর্দাকে সরাসরি বিদায় জানিয়েছেন, কেউ আবার দু'নৌকায় পা দিয়ে চলেছেন অনায়াসেই। এবার নাকি সেই রাজনীতির আঙিনাতেই পা দিতে চলেছেন সানি লিওন। তবে কোনো রাজনীতিবিদের বায়োপিক সিনেমায় নয়, একদম বাস্তব জীবনেই রাজনীতিতে নামছেন তিনি। সম্প্রতি লুকনো ক্যামেরায় পরিষ্কার ধরা পড়ে তারকারা টাকার বিনিময়ে রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে রাজি হচ্ছেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেও না হয় কথা ছিল। কিন্তু স্টিং অপারেশনে দেখা গিয়েছে যারা রাজনীতির ময়দান মাড়াননি কোনোদিন, তারা শ্রেফ টাকার জন্য যে কোনো দলের হয়ে প্রচার করতে রাজি হয়ে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম ছিলেন সানি লিওন। তিনি বলেছিলেন, তিনি বিজেপিকে সমর্থন করবেন কারণ মোদিজি তাকে প্রবাসী নাগরিকত্ব দেবেন বলে কথা দিয়েছেন। কিন্তু পরে তিনি সে কথা অস্বীকার করেন। বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন না। তার সম্পর্কে ভুল খবর ছড়াচ্ছে। তিনি যা বিশ্বাস করেন, সেটাই বলবেন। টাকা নিয়ে প্রচার চালানোর প্রসঙ্গ কার্যত ঝেড়ে ফেলেন তিনি।

অদিতি'স ওয়ার্ল্ডে একঝাঁক তারকা

তারার মেলা রিপোর্ট

মুক্তা দেব একজন নাট্য প্রযোজক, সমাজসেবক এবং সর্বোপরি একজন নারী উদ্যোক্তা। কয়েক বছর আগে তিনি তার ছোট সন্তান অদিতি'কে হারান। মেয়ে অদিতিকে হারিয়ে অনেকটাই যেন দিশেহারা হয়েছিলেন। কিন্তু মেয়ে হারানোর শোককে অনেকটাই কাটিয়ে তার নামানুসারে রাজধানীর গুলশান-২'এর ৩৪নং রোডের ১৩নং বাসাতে অদিতি'র স্মৃতিকে বুকে ধারণ করে রাখার জন্য গড়ে তুলেন 'অদিতিস ওয়ার্ল্ড-দ্য আর্ট অব ফিজিক্যাল ফিটনেস'। অদিতির জন্মদিন উপলক্ষে গেল ১৯ মার্চ সেখানেই অদিতি'স ওয়ার্ল্ডে'র কর্ণধার মুক্তা দেব দিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়- যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। মুক্তা দেবের আহ্বানে অনুষ্ঠানে সাড়া দিয়ে তারকাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা আল মামুন, অভিনেত্রী করভী মিজান, আফ্রি সেলিনা, চিত্রনায়িকা সালওয়া, অভিনেত্রী-প্রযোজক অনন্যা রুমাসহ মুক্তা দেবের স্বামী ব্রিগেডিয়ার জেনারেল অঞ্জন কুমার দেব, মুক্তা দেবের ছেলে অর্ণব বিশাল দেব'সহ আরো অনেকে।

অনন্যা রুমার উপস্থাপনায় অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বিশেষ পুরস্কার প্রদানেরও ব্যবস্থা রাখা হয়। ১৬ জন বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পপির ছোট বোন সুমীও পুরস্কার লাভ করেন। মুক্তা দেব বলেন, 'আমার ভীষণ আদরের ছিল আমার ছোট মেয়ে অদিতি। কিন্তু হঠাৎ অদিতি আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যায়। কিন্তু তার স্মৃতি প্রতি মুহূর্তে আমি হৃদয় দিয়ে অনুভব করি। আমার মেয়ে প্রায়ই একটি কথা বলতো- মা বিশেষ বিশেষ দিন সেলিব্রেট করবে। অদিতির এ কথা মনে রেখেই তার জন্মদিন আমি সেলিব্রেট করি।'

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ডেলা মাইলস

তারার মেলা ডেস্ক

আমেরিকান সঙ্গীতশিল্পী ও গীতিকার ডেলা মাইলস সম্প্রতি কয়েকদিনের সফরে তুরস্ক যান। তুরস্ক যাওয়ার পর তিনি একটি কনসার্টে অংশ নেন এবং তার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কালেমা তাইয়েবা ও কালেমা শাহাদাত পাঠ করে তিনি ইসলাম ধর্মে প্রবেশ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর আমেরিকান এ তারকা ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করেন এবং তুরস্কের তার ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করেন। মাইলস তার সফরের যাবতীয় তথ্য ও বর্ণনা তার অফিসিয়াল ফেসবুক একাউন্টে নিয়মিত প্রকাশ করছেন। তুর্কি সংবাদপত্র 'হুরিয়েত' প্রতিবেদনে জানা যায়, অনেক দিন ধরে তার জীবনধারা ও কর্মশৈলী পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছিলেন। সে সূত্রে গত কয়েক বছর ধরে ইসলাম নিয়ে পড়াশোনা অব্যাহত রেখেছিলেন। ইসলামের পূর্ণাঙ্গ রূপ ও ধারণা পেতে চেষ্টা করে যাচ্ছিলেন। এই প্রচেষ্টায় ইসলামের প্রতি মুগ্ধ ও হৃদয়-মথিত হয়ে তিনি খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। নিউজিল্যান্ডে গণহত্যার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, 'ইসলামফোবিয়া সারা বিশ্বে রোগের মতো ছড়িয়ে পড়েছে। নিউজিল্যান্ডে যা ঘটেছে, তা এর সবচেয়ে নিষ্ঠুর উদাহরণ। এ বর্বরোচিত হত্যাযজ্ঞে আমার শিরাগুলি হিমায়িত হয়েছে এবং আমার দেহটি ভেঙে ফেলা হয়েছে।' তিনি আরো বলেন, ইসলাম ভালোবাসা ও সহনশীলতার ধর্ম। মুহাম্মদ (সা.) সম্মন্ধে জ্ঞান অর্জন আমার কাছে খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়। আলস্নাহর কসম! ইসলাম ধর্ম গ্রহণ করে আমি সম্মানিত হয়েছি। ডেলা মাইলসের অফিসিয়াল ফেসবুক একাউন্টে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মাইলস ইস্তাম্বুলের বিখ্যাত সুলতান আহমেদ মসজিদের ভেতরে হিজাব পরে ঘোরাফেরা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<41884 and publish = 1 order by id desc limit 3' at line 1