logo
শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২৩ মে ২০১৯, ০০:০০  

কান উৎসব

কান উৎসব
বছর ঘুরে আবারও এলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং তারকাখচিত আসর কান চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের হৃৎস্পন্দন এ উৎসব। দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহরে পর্দা উঠল ৭২তম আসরের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি ক্যানাল পস্নাস টিভি চ্যানেলের পাশাপাশি ফ্রান্সের প্রায় ৬০০টি প্রেক্ষাগৃহে সরাসরি দেখানো হয়েছে। ১২ দিনের এই উৎসবে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর থাকবে দক্ষিণ ফরাসি উপকূল। এর মাধ্যমে বড় পর্দায় আন্তর্জাতিক ফিল্মমেকিংয়ের বৈচিত্র্যকে উদযাপন করা হবে। উৎসব শেষ হবে আগামী ২৫ মে। উৎসবে সবার নজর লাল গালিচার দিকে। এরই মধ্যে অনেক তারকাই ঝলক দেখিয়েছেন। তারই কিছু খন্ডচিত্র তুলে ধরা হলো
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে