বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেলিভিশনের সময়ের আলোচিত জুটি

'জুটি প্রথায় বিশ্বাসী নই' বেশিরভাগ অভিনয় শিল্পী এমন কথা বললেও একসঙ্গে কাজ করতে করতে অনাকাঙ্ক্ষিতভাবেই জুটি গড়ে ওঠে। দর্শকের মাঝে বেশ সাড়াও ফেলে সেসব জুটি। এই প্রচলন বেশ কয়েক দশক ধরেই। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও দেখা গেছে জুটির প্রচলন। যদিও বর্তমানে একমাত্র শাকিব-বুবলী ছাড়া চলচ্চিত্রে উলেস্নখ করার মতো কোনো জুটির দেখা মিলছে না। তবে ছোটপর্দায় এরই মধ্যে দেখা যাচ্ছে বেশ কয়েকটি জুটি। বর্তমান সময়ের তেমনই আলোচিত দুই জুটিকে নিয়ে প্রতিবেদনটি সাজিয়েছেন- মাসুদুর রহমান
নতুনধারা
  ০৩ অক্টোবর ২০১৯, ০০:০০
আফরান নিশো ও তানজিন তিশা

অপূর্ব-মেহজাবিন

চলমান সময়ের ব্যস্ত ও জনপ্রিয় জুটির তালিকায় শুরুতেই নাম আসে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরীর। এই জুটিকে সময়ের সেরা জুটি হিসেবেও মন্তব্য করেন অনেকে। ইতোমধ্যে তারা শতাধিক নাটকে জুটি বেঁধেছেন। এ জুটির নাটকগুলো দর্শক বেশ আগ্রহ নিয়েই দেখেন। তবে ২০১৭ সালের রোজার ঈদে প্রচারিত মিজানুর রহমান আরিয়ানের 'বড় ছেলে' নাটকটি দিয়ে রীতিমতো ঝড় তুলেন দেন এ জুটি। এ নাটকে তাদের অভিনয় হৃদয় ছুঁয়ে যায়নি এমন দর্শক হয়তো খুঁজে পাওয়া যাবে না। এরপরও অনেক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের গ্রহণযোগ্যতা ধরে রেখেছেন। অপূর্ব-মেহজাবিন জুটির নাটক মানেই ভিন্ন স্বাদ, অন্য কিছু। দর্শকদের কাছে যেমন এ জুটির চাহিদা রয়েছে, তেমনই নির্মাতাদের কাছেও রয়েছে বেশ কদর। রোমান্টিকতায় তাদের জুটি মেলা ভার। রোমান্টিক নাটক নির্মাণের আগে প্রায় নির্মাতাই প্রথমে তাদের নিয়ে ভাবেন। গত বছরে ভালোবাসা দিবসে শিহাব শাহীনের নির্দেশনায় 'তুমি যদি বলো' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ২০১৮-এর প্রথম আলোচনায় আসেন ওই তারকা জুটি। এরপর জাকারিয়া শেখিনের 'যদি তুমি জানতে', 'জলসা ঘর', মিজানুর রহমান আরিয়ানের 'সুখে দুঃখে', মাহমুদুর রহমান হিমির 'তোমার অপেক্ষায়', 'ইচ্ছে খাম', মাবরুর রশীদ বান্নাহর 'কতদিন পর হলো দেখা', বি ইউ শুভর 'টুকরা প্রেমের টান', সাব্বির মামুনের 'পাশাপাশি'সহ আরো বেশ কিছু নাটক-টেলিফিল্ম দর্শকপ্রিয়তা পায়। দর্শকের ভালোবাসায় সময়ের শ্রেষ্ঠ জুটিতে পরিণত হওয়া এই দুই তারকাকে নিয়ে এ বছরের ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটক নির্মাণ করেন বি ইউ শুভ। একটি 'ড্রিমগার্ল' এবং অন্যটি 'ফার্স্ট লাভ'। সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে 'ড্রিমগাল' নাটকটি অবমুক্ত হওয়ার পরপরই লুফে নেন দর্শক। প্রকাশের মাত্র দুইদিনেই ১০ লাখেরও বেশি দর্শক নাটকটি উপভোগ করেন। অন্যদিকে এবার ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া আলোচিত ও দর্শকদের বিচারে সেরা নাটক হিসেবে জায়গা করে নেয় 'ফাস্ট লাভ'। এ দুটি নাটক এ ছাড়াও চলতি বছরে বেশ কিছু নাটকে জুটি বাঁধেন অপূর্ব-মেহজাবিন। ঈদের ছুটি শেষে সম্প্রতি আবারও জুটি হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অপূর্ব ও মেহজাবিন। এই জুটিকে এবার দেখা যাবে 'গেম ওভার' নামের ডার্ক থ্রিলার গল্পের টেলিফিল্মে। এর কাহিনী লিখেছেন স্বরূপ চন্দ্র দে। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

নিশো-তিশা

অপূর্ব-মেহজাবিনের পরই নাম এসেছে নিশো-তিশার। টিভি নাটকে ক্রমেই আলোচিত হয়ে উঠছেন আফরান নিশো ও তানজিন তিশা জুটি। তবে একটি ধারাবাহিক নাটকে ভাইবোনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে প্রথম একসঙ্গে কাজ করেন নিশো ও তিশা। পরে তারা টানা তিনটি নাটকে একসঙ্গে অভিনয় করে প্রশংসা পান। এ জুটির প্রায় নাটকই দর্শকদের ভালোলাগার মতো। তাদের অভিনয় বরাবরই বাড়তি বিনোদন দেয় দর্শকদের। তাদের করা এক্স-গার্লফ্রেন্ড, এক্স-বয়ফ্রেন্ড, ছেলেটা বেয়াদপ আবারও, ভালোবাসা ভরা এক বিকেল, ব্র্যাকআপ, ফ্রেন্ডস ভার্সেস চিটার, ফিরে আসি বারবার, দেখা হবে আবারও, মাকে দেয়া কথাটাসহ বেশ কিছু নাটক দারুণ আলোচিত হয়েছে। সম্প্রতি নিশো ও তিশা অভিনীত মাহিদুল মাহিমের পরিচালনায় 'মোবাইল চোর', মোস্তফা কামাল রাজের 'থ্যাঙ্ক ইউ', অমির 'লাইফম্যাট'ও দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। গত রোজার ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত 'দ্য এন্ড' নাটকটিও বেশ সাড়া ফেলে। পরবর্তী সময়ে কোরবানির ঈদে একই পরিচালকের নির্দেশনায় তারা 'মি অ্যান্ড ইউ' নাটকে অভিনয় করেন। নাটকটি রচনা করেছেন নির্মাতা নিজেই। নাটকের গল্পে ভিন্নতা, নির্মাণশৈলীতে নতুনত্ব এবং আফরান নিশো ও তানজিন তিশার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রকাশের মাত্র সপ্তাহখানেকের মধ্যেই নাটকটি ২৫ লাখের বেশি দর্শক দেখেছেন।

আফরান নিশোর সঙ্গে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, 'নতুন প্রজন্মের শিল্পীদের কাজের সময় যারা সহযোগিতা করেন, তাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। সেই বিবেচনায় নিশো ভাইয়ার সঙ্গেও কাজ করতে ভালো লাগে। তার সঙ্গে কাজ করতেও আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।' এবার নিশো বলেন, 'নিঃসন্দেহে তিশা একজন ভালো অভিনেত্রী। কাজের প্রতি তার ভালোবাসা আছে। সে চেষ্টা করে চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আর কো-আর্টিস্ট হিসেবেও সে সহযোগিতাপরায়ণ। তাই তো জুটি হয়ে তার সঙ্গে অভিনয় করতে ভালো লাগে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<69348 and publish = 1 order by id desc limit 3' at line 1