শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

থাইল্যান্ডের মূকাভিনয় উৎসবে তানভীর শেখ

তারার মেলা রিপোর্ট

সাদা হাতির দেশ থাইল্যান্ডের উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের মূকাভিনয় শিল্পী। দেশটির প্রথমসারির ভিন্নধারার থিয়েটার কোম্পানি 'রেবেল আর্ট স্পেস'-এর আয়োজনে 'রেবেল লাইভ অ্যাকশন ইকো আর্ট' ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী ১৪ থেকে ১৯ অক্টোবর। বাংলাদেশ থেকে আমন্ত্রিত নাট্য সংগঠন 'বস্ন্যাকফ্লেইম থিয়েটারে'র প্রতিনিধি হিসেবে এতে অংশগ্রহণ করছেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মূকাভিনয় শিল্পী ও নির্দেশক তানভীর শেখ।

ব্যাংকক আর্ট অ্যান্ড কালচার সেন্টারে অনুষ্ঠিতব্য থাইল্যান্ডের অত্যন্ত মর্যাদাপূর্ণ এ নাট্যোৎসবে বাংলাদেশের মূকাভিনয় প্রযোজনা 'দ্যা বস্নাইন্ড পার্সে্পক্টিভ' প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। সাপ্তাহব্যাপী এ আয়োজনে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও অংশগ্রহণ করবে পোল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ড, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চিলি, মেক্সিকো ও বাংলাদেশ। এ ছাড়াও 'রেবেল লাইভ অ্যাকশন ইকো আর্ট' ফেস্টিভ্যালের নির্ধারিত সেমিনার 'আর্টিস্ট টক' এ আগামী ১৬ অক্টোবর 'বাংলাদেশের সমকালীন নাট্যচর্চা ও মূকাভিনয়ের সম্ভাবনা' শীর্ষক ভিজু্যয়াল প্রতিবেদন উপস্থাপন করবেন বাংলাদেশি প্রতিনিধ তানভীর।

এ প্রসঙ্গে তানভীর শেখ বলেন, বিগত ৮ বছর যাবত থিয়েটারে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছি। 'বিনোদনে নান্দনিকতা' স্স্নোগানে ২০১৭ খ্রিস্টাব্দের পহেলা নভেম্বর প্রতিষ্ঠিত আমাদের স্বপ্নের নাট্যসংগঠন 'বস্ন্যাকফ্লেইম থিয়েটারে'র হয়ে আমরা ইতোমধ্যেই বেশ কিছু মূকাভিনয় প্রযোজনা মঞ্চে এনেছি। দেশে-বিদেশে সমানতালে নিয়মিত মঞ্চায়ন করছি। লন্ডনে'র বিশ্বখ্যাত 'কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ে'র নাটক বিভাগে 'নাটক এ মূকাভিনয়ের ব্যবহার' শীর্ষক মাস্টার ক্লাসে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করেছি।

শততম পর্বে 'বকুলপুর'

তারার মেলা রিপোর্ট

প্রতিদিনের তারকাবহুল ধারাবাহিক নাটক 'বকুলপুরে'র শততম পর্ব প্রচার হবে আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় দীপ্ত টিভির পর্দায়। কায়সার আহমেদের পরিচালনায় নাটকটি রচনা করেছেন আহমেদ শাহবুদ্দিন। বকুলপুর নাটকের টাইটেল গানটি লিখেছেন আশিক বন্ধু। নাটকটি প্রচার হয় সপ্তাহের ছয়দিন। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত ৯টায় নিময়মিত প্রচার হয়ে আসছে দীপ্ত চ্যানেলে- বকুলপুর।

নাটকে অভিনয় করেছেন- আজিজুল হাকিম, সুজাতা, নাদিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, শবনম ফারিয়া, ফারজানা ছবি, আ.খ.ম হাসান, আরফান আহমেদ, হুমায়রা হিমু, সিরাজুল ইসলাম, ওবিদ রেহান, মুকুল সিরাজ, শ্যামল মাওলা, শামীমা তুষ্টি, হেদায়েত নান্নু, তানভীর মাসুদসহ অনেকে। পরিচালক কায়সার আহমেদ বলেন, 'কাজ করতে করতে হঠাৎ যে শততম পর্ব প্রচার হচ্ছে ভাবতে পারিনি ব্যস্ততায়। বকুলপুর এখন দর্শকদের নাটক। দর্শকরাই নিয়মিত বকুলপুর দেখছে দীপ্ত টিভিতে।

উলেস্নখ্য, বকুলপুর নাটকের টাইটেল গানটি 'আমি বকুলপুরের রানী' লিখেছেন আশিক বন্ধু। ইমন সাহার সুরে গানটি গেয়েছেন কোনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70399 and publish = 1 order by id desc limit 3' at line 1