বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইটেম রাজ্যে নতুন রানী

তারার মেলা ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০
নোরা ফাতেহি

বলিউডের সর্বাধিক চাহিদাসম্পন্ন 'আইটেম গার্ল' হিসেবে তার এখন ব্যাপক কদর। হঁ্যা, তিনি নোরা ফাতেহি। খুব কম সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন, একজন নায়িকার মতোই বলিউডে তার অবস্থান। তার উপস্থিতি ও দুর্দান্ত নাচ একটি সিনেমার বক্স অফিসের চাহিদা অনেকগুণ বাড়িয়ে দেয়। আজকাল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইটেম সংয়ের কথা উঠলেই নোরার নামটি চলে আসে চট করেই। তার নাচ ও নাচের মুদ্রা দেখে অনেকেই বলছেন, সিনিয়র আইটেম কন্যা মালাইকা অরোরার স্থান দখল করেতে যাচ্ছেন নোরা। ভারতের বাইরে থেকে এসে যারা বলিউডে দাপটের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তাদের মধ্যে ২৭ বছর বয়সী নোরা ফাতেহি অন্যতম। অথচ নোরা নাকি কোনো দিন প্রথাগতভাবে নাচই শেখেননি। তার নাচের গুরুর নাম ইউটিউব। আর ইউটিউবের কল্যাণে শেখা এই নাচ দিয়েই মাত করছেন কোটি কোটি দর্শক। আবেদনময়ী হিসেবেও উপাধি পেয়েছেন এরই মধ্যে।

যদিও আবেদনময়ী শব্দটা পছন্দ না নোরার। সম্প্রতি 'দ্য স্টেটসম্যান'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'কেউ আমার নাচ দেখবে, আর কেবল 'আবেদনময়ী' মন্তব্য করবে, তা হবে না। আমি কেবল আবেদনময়ী নই। সেটি ছাপিয়ে তাকে আমার নাচের প্রশংসা করতেই হবে। আমি শরীর দেখাতে নাচি না, নাচের জন্যই নাচি। তারপরও মাঝেমধ্যে ক্যামেরা আমার শরীরটাকেই মুখ্য করে তোলে। তার দায় আমার নয়।'

আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে 'বাহুবলি: দ্য বিগিনিং', 'কিক টু', 'শের', 'লোফার', 'সত্যমেব জয়তে', 'স্ত্রী', 'ভারত', 'বাটলা হাউস' ইত্যাদি উলেস্নখযোগ্য। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ। তেলুগু এবং তামিল ছবিতেও তার সরব উপস্থিতি নজর কাড়ে। তবে কেবল বড় পর্দাই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। 'বিগ বস-৯', 'ঝালাক দিখ লা যা', 'কমেডি নাইটস', 'এমটিভি ট্রল পুলিশ'সহ অন্য রিয়্যালিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া।

১৯৯২ সালের ৬ ফেব্রম্নয়ারি কানাডায় জন্ম হয় নোরার। বেড়ে ওঠা সেখানেই। আর ক্যারিয়ার ভারতে। তাই ভারতীয়-আরব-কানাডিয়ান সংস্কৃতির মিশেলে তার নাচের ভঙ্গিমা অন্য সবার চেয়ে আলাদা। তবে কানাডায় জন্মগ্রহণ করলেও নিজেকে তিনি পুরোপুরি ভারতীয় বলেই মনে করেন সব সময়। এখন তার সব কর্মকান্ড ও ব্যস্ততা শুধু ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে। ভারত জুড়ে তার তুমুল জনপ্রিয়তা, ঘরে ঘরে ব্যাপক পরিচিতি। গত বছরটি টি সিরিজ তাকে ওই ব্যানারের আগামী সিনেমা, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ এবং ওয়েব মুভিজের একজন এক্সক্লুসিভ শিল্পী হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ করেছে। কানাডার কুইবেক সিটিতে তার জন্ম। নোরার পরিবার মরক্কো থেকে কানাডায় গিয়েছিল।

২৭ বছর বয়সী নোরা ফাতেহি একাধারে মডেল, গায়িকা ও অভিনেত্রী। বলিউডে তার পথচলা শুরু হয়েছিল 'রোর : টাইগারস অব দ্য সুন্দরবন' ছবিতে কাজ করার মাধ্যমে। এরপর তেলেগু সিনেমায় একটি আইটেম গানে পারফরম করার সুবাদে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। ওখানকার 'টেম্পার', 'বাহুবলি', 'কিক টু', 'ডাবল ব্যারেল', ছবিতে নোরার আইটেম সংয়ে পারফরম্যান্স দারুণ আলোড়ন সৃষ্টি করে। ছোট পর্দায় 'বিগ বস নাইন' রিয়েলিটি শোর একজন প্রতিযোগী ছিলেন নোরা। সেটা ২০১৫ সালের কথা। ৮৪ দিন পর্যন্ত টিকে থাকতে পেরেছিলেন 'বিগবস'-এ। এরপর ড্যান্স রিয়েলিটি শো 'ঝলক দিখালা যা'র প্রতিযোগী হিসেবে সবার নজর কাড়েন। বলিউডে নোরার উত্থান ঘটে 'সত্যমে জয়তে' ছবিতে আইটেম সং 'দিলবার'-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। গানটি ইউটিউবে মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ২০ মিলিয়ন ভিউ অর্জন করেছিল। যা নিঃসন্দেহে অনন্য একটি রেকর্ড ছিল। এর আগে কোনো হিন্দি গান এত বিপুল ভিউ লাভ করতে পারেনি। নোরা বলিউডের 'মিস্টার এক্স', 'রকি হ্যান্ডসাম', 'সত্যমে জয়তে', 'স্ত্রী' ছবিতে পারফরম করে আজ বলিউডের অন্যতম সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। নায়িকা না হলেও একটি সিনেমায় তার মাত্র কিছু সময়ের জন্য উপস্থিতি অগণিত দর্শক-হৃদয়ে শিহরণ তুলছে। অনেক নায়িকা দীর্ঘ সময় পর্দায় থেকেও দর্শকদের এমনভাবে আকৃষ্ট কিংবা আলোড়িত করতে পারছেন না। এ সপ্তাহে আসছে নাচনির্ভর সিনেমা 'স্ট্রিট ড্যান্সার থ্রিডি'। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি। তার অভিনীত চরিত্রটি একজন নর্তকীর। চরিত্রের প্রয়োজনে চোখ ধাঁধানো ড্যান্স পারফরম্যান্স করেছেন। ইতোমধ্যে নোরার 'গরমি' আইটেম গানটি বেশ হিট করেছে। আগামী দিনে নোরাকে 'বাগি থ্রি' ছবিতে আইটেম সংয়ে পারফরম করতে দেখা যাবে। এ ছাড়া 'ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া' ছবিতে অন্যতম প্রধান নারী চরিত্রে রূপদান করছেন তিনি। সবমিলিয়ে বেশ ব্যস্ত ও ফুরফুরে মেজাজেই কাটছে নোরার সময়।

তারার মেলা ডেস্ক

বলিউডের সর্বাধিক চাহিদাসম্পন্ন 'আইটেম গার্ল' হিসেবে তার এখন ব্যাপক কদর। হঁ্যা, তিনি নোরা ফাতেহি। খুব কম সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন, একজন নায়িকার মতোই বলিউডে তার অবস্থান। তার উপস্থিতি ও দুর্দান্ত নাচ একটি সিনেমার বক্স অফিসের চাহিদা অনেকগুণ বাড়িয়ে দেয়। আজকাল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইটেম সংয়ের কথা উঠলেই নোরার নামটি চলে আসে চট করেই। তার নাচ ও নাচের মুদ্রা দেখে অনেকেই বলছেন, সিনিয়র আইটেম কন্যা মালাইকা অরোরার স্থান দখল করেতে যাচ্ছেন নোরা। ভারতের বাইরে থেকে এসে যারা বলিউডে দাপটের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তাদের মধ্যে ২৭ বছর বয়সী নোরা ফাতেহি অন্যতম। অথচ নোরা নাকি কোনো দিন প্রথাগতভাবে নাচই শেখেননি। তার নাচের গুরুর নাম ইউটিউব। আর ইউটিউবের কল্যাণে শেখা এই নাচ দিয়েই মাত করছেন কোটি কোটি দর্শক। আবেদনময়ী হিসেবেও উপাধি পেয়েছেন এরই মধ্যে।

যদিও আবেদনময়ী শব্দটা পছন্দ না নোরার। সম্প্রতি 'দ্য স্টেটসম্যান'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'কেউ আমার নাচ দেখবে, আর কেবল 'আবেদনময়ী' মন্তব্য করবে, তা হবে না। আমি কেবল আবেদনময়ী নই। সেটি ছাপিয়ে তাকে আমার নাচের প্রশংসা করতেই হবে। আমি শরীর দেখাতে নাচি না, নাচের জন্যই নাচি। তারপরও মাঝেমধ্যে ক্যামেরা আমার শরীরটাকেই মুখ্য করে তোলে। তার দায় আমার নয়।'

আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে 'বাহুবলি: দ্য বিগিনিং', 'কিক টু', 'শের', 'লোফার', 'সত্যমেব জয়তে', 'স্ত্রী', 'ভারত', 'বাটলা হাউস' ইত্যাদি উলেস্নখযোগ্য। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ। তেলুগু এবং তামিল ছবিতেও তার সরব উপস্থিতি নজর কাড়ে। তবে কেবল বড় পর্দাই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। 'বিগ বস-৯', 'ঝালাক দিখ লা যা', 'কমেডি নাইটস', 'এমটিভি ট্রল পুলিশ'সহ অন্য রিয়্যালিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া।

১৯৯২ সালের ৬ ফেব্রম্নয়ারি কানাডায় জন্ম হয় নোরার। বেড়ে ওঠা সেখানেই। আর ক্যারিয়ার ভারতে। তাই ভারতীয়-আরব-কানাডিয়ান সংস্কৃতির মিশেলে তার নাচের ভঙ্গিমা অন্য সবার চেয়ে আলাদা। তবে কানাডায় জন্মগ্রহণ করলেও নিজেকে তিনি পুরোপুরি ভারতীয় বলেই মনে করেন সব সময়। এখন তার সব কর্মকান্ড ও ব্যস্ততা শুধু ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে। ভারত জুড়ে তার তুমুল জনপ্রিয়তা, ঘরে ঘরে ব্যাপক পরিচিতি। গত বছরটি টি সিরিজ তাকে ওই ব্যানারের আগামী সিনেমা, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ এবং ওয়েব মুভিজের একজন এক্সক্লুসিভ শিল্পী হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ করেছে। কানাডার কুইবেক সিটিতে তার জন্ম। নোরার পরিবার মরক্কো থেকে কানাডায় গিয়েছিল।

২৭ বছর বয়সী নোরা ফাতেহি একাধারে মডেল, গায়িকা ও অভিনেত্রী। বলিউডে তার পথচলা শুরু হয়েছিল 'রোর : টাইগারস অব দ্য সুন্দরবন' ছবিতে কাজ করার মাধ্যমে। এরপর তেলেগু সিনেমায় একটি আইটেম গানে পারফরম করার সুবাদে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। ওখানকার 'টেম্পার', 'বাহুবলি', 'কিক টু', 'ডাবল ব্যারেল', ছবিতে নোরার আইটেম সংয়ে পারফরম্যান্স দারুণ আলোড়ন সৃষ্টি করে। ছোট পর্দায় 'বিগ বস নাইন' রিয়েলিটি শোর একজন প্রতিযোগী ছিলেন নোরা। সেটা ২০১৫ সালের কথা। ৮৪ দিন পর্যন্ত টিকে থাকতে পেরেছিলেন 'বিগবস'-এ। এরপর ড্যান্স রিয়েলিটি শো 'ঝলক দিখালা যা'র প্রতিযোগী হিসেবে সবার নজর কাড়েন। বলিউডে নোরার উত্থান ঘটে 'সত্যমে জয়তে' ছবিতে আইটেম সং 'দিলবার'-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। গানটি ইউটিউবে মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ২০ মিলিয়ন ভিউ অর্জন করেছিল। যা নিঃসন্দেহে অনন্য একটি রেকর্ড ছিল। এর আগে কোনো হিন্দি গান এত বিপুল ভিউ লাভ করতে পারেনি। নোরা বলিউডের 'মিস্টার এক্স', 'রকি হ্যান্ডসাম', 'সত্যমে জয়তে', 'স্ত্রী' ছবিতে পারফরম করে আজ বলিউডের অন্যতম সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। নায়িকা না হলেও একটি সিনেমায় তার মাত্র কিছু সময়ের জন্য উপস্থিতি অগণিত দর্শক-হৃদয়ে শিহরণ তুলছে। অনেক নায়িকা দীর্ঘ সময় পর্দায় থেকেও দর্শকদের এমনভাবে আকৃষ্ট কিংবা আলোড়িত করতে পারছেন না। এ সপ্তাহে আসছে নাচনির্ভর সিনেমা 'স্ট্রিট ড্যান্সার থ্রিডি'। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি। তার অভিনীত চরিত্রটি একজন নর্তকীর। চরিত্রের প্রয়োজনে চোখ ধাঁধানো ড্যান্স পারফরম্যান্স করেছেন। ইতোমধ্যে নোরার 'গরমি' আইটেম গানটি বেশ হিট করেছে। আগামী দিনে নোরাকে 'বাগি থ্রি' ছবিতে আইটেম সংয়ে পারফরম করতে দেখা যাবে। এ ছাড়া 'ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া' ছবিতে অন্যতম প্রধান নারী চরিত্রে রূপদান করছেন তিনি। সবমিলিয়ে বেশ ব্যস্ত ও ফুরফুরে মেজাজেই কাটছে নোরার সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86468 and publish = 1 order by id desc limit 3' at line 1