মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যস্ত উপস্থাপক রূপা

তারার মেলা রিপোর্ট
  ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০
নাহিদা আফরোজ সুমি

নাহিদা আফরোজ সুমি একজন দর্শকপ্রিয় উপস্থাপিকা। হয়েছেন গানের ভিডিওর মডেলও। তবে অভিনয়ের আগ্রহও আছে তার। অথচ তার স্বপ্ন ছিল গানের ভুবনে কোনো একদিন রাজত্ব করার। কিন্তু ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে অনার্স পড়াশোনাকালীন সময়ে সুমির বাবা আলাউদ্দিন আহমেদ মারা যান। পরিবারে মা রওশন আরা আহমেদ এবং একমাত্র ভাই রাসেলকে নিয়ে যেন এক অনিশ্চিত জীবনের মুখোমুখি হয়ে পড়েছিলেন সুমি। কিন্তু নিজের মনকে শক্ত করে পরিবারের হাল না ধরতে পারলেও নিজের খরচের টাকার জোগানের চেষ্টায় মগ্ন হয়ে গেলেন সুমি। সেই সময় সুমি জয়ধ্বনি সাংস্কৃৃতিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে নানা ধরনের সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করতেন। এক সময় ফোন এলো ঢাকা এফএম থেকে। নতুন উপস্থাপক হিসেবে কাজ করার সুযোগ হয়ে গেল তার ঢাকা এফএমে। আর এখানে টানা দেড় বছর কাজ করতে গিয়ে এবং জীবনের প্রয়োজনে গান থেকে দূরেই সরে আসতে হলো। বিরতি নিতে হলো অনার্স পরীক্ষার সময়। মাস্টার্সের সময় যুক্ত হলেন কালার্স রেডিওতে একজন আরজে হিসেবে। সেখানেই আছেন বিগত ছয় বছর ধরে। উপস্থাপনায় নিজেকে সুমি এমনভাবে জড়িয়ে নিলেন যে, প্রেমে পড়ে গেলেন উপস্থাপনার। আর এ কারণে বহুদূরে সরে গেলেন গান থেকে। অবশ্য সুমির ভাষ্য এমন যে, 'যেহেতু রবীন্দ্র সংগীতের প্রতি তার দুর্নিবার আকর্ষণ ছিল। কিন্তু বাংলাদেশে একজন রবীন্দ্র সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এবং জীবন নির্বাহ করা অনেক কঠিন বিষয়। তাই গান থেকে দূরে সরে এসে উপস্থাপনাতেই নিজেকে মগ্ন করলেন।'

নিজের কর্মজীবন প্রসঙ্গে নাহিদা আফরোজ সুমি বলেন, 'উপস্থাপনা আমি ভীষণ উপভোগ করছি। শুরু থেকেই উপস্থাপনার প্রতি এতটাই প্রেম জেগেছে মনের ভেতর, জীবনের এই পর্যায়ে এসে আর অন্য কোনোকিছুই পেশা হিসেবে নেওয়ার বিকল্প ভাবিও না আমি। আমি মনেপ্রাণে চাই উপস্থাপনা করেই যেন জীবন পার করে দিতে পারি। কারণ উপস্থাপনা জীবনের অন্য এক দুনিয়া। মানুষকে নানাভাবে জানার বোঝার এ এক অন্য প্রক্রিয়া। তা ছাড়া উপস্থাপনাতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধও করি।' এদিকে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতে গিয়ে পরিচয় হয় হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবিবের সঙ্গে। সুমি তার এক বন্ধুর মারফত জানতে পারেন যে, হুমায়ূন আহমেদের রূপা চরিত্রটি নিয়ে যদি কখনো নাটক নির্মাণ করা হয় তাহলে আহসান হাবিব সেই চরিত্রের জন্য সুমির কথাই ভেবেছেন। বিষয়টি জানার পর থেকে রূপা চরিত্র নিয়ে সুমিও স্বপ্ন দেখা শুরু করেছেন। হয়তো কোনো একদিন এই স্বপ্ন পূরণও হয়ে যেতে পারে। এদিকে এরই মধ্যে হুমায়ূন আহমেদকে নিয়ে ইউসুফ ও আনিকার গাওয়া 'কোথা কেউ নেই' গানে মডেল হয়েছেন সুমি। ইউসুফ আহমেদ খানের 'অলস সময়' গানে মডেল হিসেবে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি। শিগগিরই ইউসুফের গাওয়া 'তুমি মেঘ তাই আমি বৃষ্টি চাই' গানটিও প্রকাশ হতে যাচ্ছে- যাতে মডেল হয়েছেন সুমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86469 and publish = 1 order by id desc limit 3' at line 1