বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মঞ্চ, নাটক ও চলচ্চিত্রে নারী নির্দেশক

'বিশ্বে যা কিছু মহান, সৃষ্টির চির-কল্যাণকর/ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর'- কবি কাজী নজরুল যথার্থই বলেছেন। বিশ্বের সর্বত্র সব কাজে পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে নারী। পিছিয়ে নেই সংস্কৃতি অঙ্গনেও। অভিনয়ের পাশাপাশি নির্দেশনার মতো চ্যালেঞ্জিং কাজটিও করছেন তারা। সংখ্যায় কম হলেও নারী নির্মাতারা চলচ্চিত্র, নাটক ও মঞ্চে সমুজ্জ্বল রেখেছেন নিজেদের। লিখেছেন- মাসুদুর রহমান
নতুনধারা
  ০৫ মার্চ ২০২০, ০০:০০
'হাজার বছর ধরে' ছবিটি নির্মাণ করে সমাদৃত হন কহিনূর আক্তার সুচন্দা

আব্দুল জব্বার খানের 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডের যাত্রা শুরু হয় ১৯৫৬ সালে। এরপর রুপালি পর্দায় শতাধিক পুরুষ নির্মাতা চলচ্চিত্র নির্মাণ করেন। পুরুষদের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসেন নারীরা। প্রতিবন্ধকতার কারণে নারীরা চিত্র পরিচালনার পেশায় সহজে আসতে চান না। তবে সংখ্যায় কম হলেও চার দশকে নারী নির্মাতাদের তৈরি ছবিগুলো অধিকাংশই সফল এবং প্রশংসিত হয়েছে। এদের মধ্যে কয়েকজন তারকা নারী নির্মাতাও আছেন। ১৯৭০ সালে রেবেকা পরিচালিত 'বিন্দু থেকে বৃত্ত'র মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে নারীর পথচলা শুরু হয়। ১৯৮৬ সালে মুক্তি পায় 'আশা নিরাশা' এটি নির্মাণ করেন চলচ্চিত্রাভিনেত্রী রোজী আফসারী। এটিও ব্যবসাসফল ছিল। এর দুই বছর পর ১৯৮৮ সালে অভিনেত্রী সুজাতা নির্মাণ করেন 'অপণ'। প্রেক্ষাগৃহে এটিও সাড়া ফেলে। এর এক যুগ পর ১৯৯৯ সালে অভিনেত্রী সুচন্দা পরিচালনা করেন 'সবুজ কোট কালো চশমা'। এ চলচ্চিত্রটিও দর্শক গ্রহণযোগ্যতা পায়। এইচআইভি/এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ইসু্য নিয়ে ২০০১ সালে নার্গিস আক্তার নির্মাণ করে তার প্রথম চলচ্চিত্র 'মেঘলা আকাশ'। ২০০২ সালে কহিনূর আক্তার সুচন্দা ফের নির্মাণ করেন জহির রায়হানের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে 'হাজার বছর ধরে'। এ চলচ্চিত্রটি দর্শক প্রশংসার পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ কয়েকটি শাখায় জাতীয় পুরস্কার অর্জন করে। ২০০৩ সালে 'কখনো মেঘ কখনো বৃষ্টি' দিয়ে চিত্রনায়িকা মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে ২০০৫ সালে মৌসুমী পরিচালনা করেন 'মেহের নিগার'। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ছোটগল্প অবলম্বনে নির্মিত হয় এ ছবি। ২০০৫ সালে মুক্তি পায় নারগিস আখতার পরিচালিত ২য় ছবি চার সতীনের ঘর। ২০০৬ সালে চিত্রনায়িকা কবরী এসিড সন্ত্রাস নিয়ে নির্মাণ করেন 'আয়না'। ছবিটি সর্বমহলে দারুণ সাড়া ফেলে। এ নায়িকা শিগগিরই সরকারি অনুদানের 'এই তুমি সেই তুমি' চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন। ২০০৭ সালে মুক্তি পায় এনটিভি প্রযোজিত সামিয়া জামান পরিচালিত রানীকুঠির বাকি ইতিহাস। ২০০৮ সালে মুক্তি পায় নারগিস আখতার পরিচালিত 'মেঘলা আকাশ'-এর সিকু্যয়েল 'মেঘর কোলে রোদ'। ২০১০ সালে মুক্তি পায় নারগিস আখতার পরিচালিত ৪র্থ ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি' অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'অবুঝ বউ'। ২০১০ সালে মুক্তি পায় ক্যাথরিন মাসুদ পরিচালিত রানওয়ে (যৌথ পরিচালক তারেক মাসুদ) ২০১১ সালে মুক্তি পায় রুবাইয়াৎ হোসেন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মেহেরজান। ২০১২ সালে মুক্তি পায় শাহনেওয়াজ কাকলী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের উত্তরের সুর। ২০১৪ সালে মুক্তি পায় সামিয়া জামান পরিচালিত ২য় ছবি সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আকাশ কত দূরে। একই বছরে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে গীতালি হাসান নির্মাণ করেন 'প্রিয়া তুমি সুখী হও'। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রওশন আরা নিপার 'মহুয়া সুন্দরী' মুক্তি পায় ২০১৫ সালে। মা-সন্তানের সম্পর্কের গল্প নিয়ে 'পুত্র এখন পয়সাওয়ালা' ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। আলোচিত এ ছবিটি পরিচালনা করেন নার্গিস আক্তার। বিখ্যাত ঔপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্রের 'রস' গল্প অবলম্বনে ২০১৬ সালে নার্গিস আক্তার পরিচালনা করেন 'পৌষ মাসের পিরিত' ছবিটি। নারী নির্মাতাদের মধ্যে এগিয়ে আছেন নার্গিস। 'মেঘলা আকাশ' ও 'অবুঝ বউ চলচ্চিত্রের জন্য তিনি দুইবার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী। কথাসাহিত্যিক হুমায়ূূন আহমেদের 'কৃষ্ণপক্ষ' উপন্যাস অবলম্ব্বনে মেহের আফরোজ শাওন নির্মাণ করেন 'কৃষ্ণপক্ষ' নামের চলচ্চিত্র। ছবিটির ২০১৬ সালে সারাদেশে মুক্তি পায়। রুবাইয়াতের প্রথম চলচ্চিত্র 'মেহেরজান' মুক্তি পায় ২০১১ সালের ২১ জানুয়ারি। তার পরিচালিত দ্বিতীয় সিনেমা 'আন্ডার কনস্ট্রাকশন' মুক্তি পায় ২০১৬ সালে। টেলিভিশন ও চলচ্চিত্রাভিনেত্রী তানিয়া আহমেদ ২০১৭ সালে নির্মাণ করেন চলচ্চিত্র 'ভালোবাসা এমনই হয়'। শুধু চলচ্চিত্র পর্দাতেই নয়, নারীরা ছোটপর্দাতেও পরিচালনায় সরব রয়েছেন। সংখ্যায় কম হলেও টিভি নাটকে তাদের সুনাম রয়েছে। টিভি নাটকের আলোচিত নারী নির্মাতা চয়নিকা চৌধুরী। যদিও বর্তমানে তিনি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 'বিশ্বসুন্দরী' শিরোনামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এ নির্মাতা। এটি তার প্রথম চলচ্চিত্র। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর 'শেষ বেলায়' নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। টেলিভিশনের তার প্রথম প্রচারিত নাটক 'এক জীবনে'। ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চয়নিকা নির্মাণ করেছেন ১২টি ধারাবাহিক নাটক এবং নাটক ও টেলিফিল্ম ১৯৩টি। টিভি চ্যানেলগুলোতে দেড়শ' নাটক প্রচার হয়েছে। একজন নারী নির্মাতার মধ্যে তিনি শীর্ষে আছেন। পাশাপাশি একটি বিশেষ দিবসে একজন নারী নির্দেশকের একসঙ্গে নয়টি নাটক প্রচার হওয়ার ঘটনাও ঘটেছে চয়নিকা চৌধুরীর ক্ষেত্রে। এ ছাড়া মাতিয়া বানু শুকু, প্রীতি দত্ত, জিনাত হাকিম, নাজনীন হাসান চুমকি ও আফসানা মিমি অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও পরিচালনা করে সুনাম কুড়িয়েছেন। গত বছরও বেশ কিছু নাটক নির্মাণ করে আলোচনায় ছিলেন নারী নির্মাতারা। এর মধ্যে ছিল 'এগিয়ে যাওয়ার নেই মানা' শিরোনামে সাত নারী নির্মাতার সাতটি নাটক। পর্দার বাইরে মঞ্চে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন নারীরা। অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিচ্ছেন নারী। সিনিয়র নারীদের পাশাপাশি তুরুণ নারীরাও নির্দেশনা দিচ্ছেন মঞ্চে। সদ্য প্রয়াত অভিনেত্রী ইশরাত নিশাত মঞ্চে নির্দেশনা দিতেন। তার নির্দেশনায় 'দেশ নাটকে'র প্রযোজনা 'অরক্ষিতা' প্রশংসিত হয়। মঞ্চের আলোচিত নারী নির্দেশক লাকী ইনাম। গত বছরও তার নির্দেশনায় একাধিক নাটক মঞ্চায়ন হয়েছে। নাগরিক নাট্যসম্প্রদায়ের ব্যানারে 'প্রস্তাব' ও 'একই বৃন্তে দুজনা' নাটক দুটি প্রশংসা পায়। একই সংগঠনের হয়ে ড. রতন সিদ্দিকীর রচনায় 'ল্যাটোর গান' নামে নাটকের নির্র্দেশনা দিয়েছেন হৃদি হক। মঞ্চের আলোচিত নাটক 'সুতায় সুতায় হ্যানা ও শাপলা'র নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। গত বছরে দেশের বাইরে সুইডেনে মঞ্চায়িত হয়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে এ নাটকটি। সম্প্রতি মঞ্চে নির্দেশনা দিয়েছেন অভিনেত্রী জিসাত শানু স্বাগতা। 'খ্যাতির বিড়ম্ব্বনা' নামে এ নাটকটি মঞ্চস্থ হওয়ার পর প্রশংসিতও হয়েছিল। সেই ধারাবাহিকতায় আবারও মঞ্চ নাটক নির্দেশনা দিচ্ছেন এ অভিনেত্রী। নতুন নাটকের নাম 'কালমৃগয়া'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<91159 and publish = 1 order by id desc limit 3' at line 1