logo
বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৬

  তারার মেলা রিপোর্ট   ১২ মার্চ ২০২০, ০০:০০  

বৈশাখে বুবলীর 'বিদ্রোহী'

বৈশাখে বুবলীর 'বিদ্রোহী'
আসছে পয়লা বৈশাখেও মুক্তি পাবে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা 'বিদ্রোহী'। এই সিনেমাটি 'একটু প্রেম দরকার' নামে নির্মাণ করা হয়। এরপর নাম পরিবর্তন করা হয়েছে। শাহীন সুমন পরিচালিত ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী ও নবাগত মৃদুলা। সিনেমায় শাকিব খান, শবনম বুবলী, মৃদুলা ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলমসহ অনেকে।

জানা গেছে, ৫ মার্চ ছবিটি সেন্সরে জমা দেয়ার হয়েছে। সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, চলতি সপ্তাহে ছবিটি বোর্ডের লোকজন দেখে ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠানের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেই পয়লা বৈশাখে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান বলেন, 'শাহেনশাহ' মুক্তি দেয়ার মাত্র একদিন পার হলো। এখন নতুন ছবি মুক্তির ব্যাপারে ভাবছি না। তবে হঁ্যা, 'বিদ্রোহী' কোনো উৎসবে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ১৭ মার্চ শাপলা মিডিয়ার অফিসে সংবাদ সংম্মেলন করে 'বিদ্রোহী' মুক্তির বিষয়ে জানানো হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে