শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একধাপ এগিয়ে নুসরাত ফারিয়া

ক্যারিয়ারের শুরু থেকে ফারিয়া বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিনয় করে আসলেও এবার অভিনয় করতে যাচ্ছেন ভিন্ন ধারার ঐতিহাসিক চলচ্চিত্রে। চরিত্রটিও চমকে পূর্ণ- যা তার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে। শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'বঙ্গবন্ধু' নির্মাণ করতে যাচ্ছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। বহুল আলোচিত এ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ে দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। তবে এ বিষয়ে কিছু বলতে চাননি ফারিয়া। তিনি বলেন, 'এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না। মন্ত্রণালয় থেকে ই-মেইল পাঠিয়ে নিষেধ করা আছে। শুনেছি, ১৭ মার্চের পর আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।'
তারার মেলা রিপোর্ট
  ১২ মার্চ ২০২০, ০০:০০
নুসরাত ফারিয়া

দুই বাংলার সিনেমায় সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে মিডিয়ায় আগমন হলেও এখন তিনি চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী। তার সমসাময়িক নায়িকাদের অনেকের হাতে যখন কাজ নেই তখন অবসর মিলছে না হালের আবেদনময়ী এ নায়িকার। একের পর এক কাজে ব্যস্ত হয়ে পড়ছেন তিনি। আজ কলকাতা, কাল ঢাকায়- এভাবেই চলছে ফারিয়ার চলমান দিন। এবার শোনা যাচ্ছে, বলিউডের ছবিতেও কাজ করবেন তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত এখনই কিছু বলতে নারাজ, তবে খবরের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার ফারিয়া জানান, 'মুম্বাই গিয়েছিলাম। আজই দেশে ফিরেছি। সেখানে একটি সিনেমার লুক টেস্ট দিয়ে এসেছি। যেহেতু কিছু চূড়ান্ত নয়, তাই এ নিয়ে এখনই কথা বলতে চাই না। দেখা যাক কী হয়।'

ফারিয়ার কাছ থেকে জানা গেল, বর্তমানে তিনি প্রায় অর্ধডজন ছবিতে কাজ করছেন। শুধু চলচ্চিত্রেই নয়, ওয়েব সিরিজ এবং মাঝে মাঝে বিজ্ঞাপন চিত্রেও দেখা মিলছে তার। এর মধ্যে একাধিক ছবির শুটিং প্রায় শেষ। শুরু করতে যাচ্ছেন নতুন ছবি 'যদি কিন্তু তুবুও'র শুটিং। ঈদে মুক্তির টার্গেট নিয়ে নির্মাণ করা হচ্ছে ছবিটি। জি-ফাইভ অ্যাপের পাশাপাশি কিছু সংখ্যক সিনেমা হলেও মুক্তি পেতে পারে ছবিটি। ছবির গল্প ও নিজের চরিত্র নিয়ে ফারিয়া বলেন, 'রোম্যান্টিক লাভ স্টোরি নির্ভর এ ছবির গল্প। যেখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন মেয়ের চরিত্রে কাজ করব। চরিত্রে অনেক ডাইমেনশন রয়েছে। শুরুতে ওয়েব ফিল্ম বলে করতে চাইনি কিন্তু গল্প এবং চরিত্র শুনে মনে হয়েছে নিজেকে আরও একবার প্রমাণের সুযোগ থাকছে। গল্পটা এত শক্তিশালী যে, শুনে আমি ছবির অংশ হতে চেয়েছি।'

এ ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। অপূর্বর সঙ্গে ফারিয়ার এটি প্রথম কাজ। দুই পর্দার দুই নায়ক নায়িকাকে নিয়ে ছবিটি পরিচালনা করছেন শিহাব শাহীন। অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় সম্পর্কে ফারিয়া বলেন, 'অপূর্ব ছোট পর্দার জনপ্রিয় নায়ক। তার প্রচুর ভক্ত ও দর্শক আছেন। আমি বাণিজ্যিক ঘরানার নায়িকা। তাই আমার কাছে মনে হয় দুজনের নতুন রসায়ন দেখার অপেক্ষায় থাকবেন দর্শক।'

ফারিয়া সম্প্রতি শেষ করেছেন পুলিশি অ্যাকশন ঘরানার চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন' ছবির শুটিং। যেখানে তিনি অভিনয় করেছেন একজন বাঘ গবেষকের চরিত্রে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমেদ। সিয়ামের সঙ্গে এটি তার প্রথম কাজ। এ ছবির দৃশ্যায়ন হয়েছে সুন্দরবনসহ দুর্গম এলাকায়। ছবিটির অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এ অভিনেত্রী বলেন, 'ছবিটি করতে গিয়ে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি। কারণ কোনো ইন্টারনেট সংযোগ ছিল না; মোবাইলে নেটওয়ার্কও ছিল না। সব সময় কাজে ফোকাস থাকতে পারতাম। আউটসাইট কিংবা নেগেটিভ এনার্জি লাগতো না। এটা একটা অন্য ধরনের ভালোলাগা। শুরুতে মনে হয়েছে এভাবে থাকতে পারব না! কিন্তু কাজ করতে করতে এমনভাবে দিনগুলো চলে গেছে টেরই পাইনি। ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।'

'অপারেশন সুন্দরবন' ছাড়াও ফারিয়া কাজ করছেন দীপংকর দীপনের 'ঢাকা ২০৪০' নামে আরেকটি ছবিতে। এ ছবির কাজও প্রায় শেষ। অন্যদিকে কলকাতার 'ভয়' ছবিতে কাজ করছেন রাজা চন্দের পরিচালনায়। এতে তার নায়ক অঙ্কুশ হাজরা। এর আগেও অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার 'বিবাহ অভিযান' সিনেমায় অভিনয় করেন ফারিয়া। গত ২৬ জুলাই সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। 'বিবাহ অভিযান'-এর দ্বিতীয় কিস্তি 'বিবাহ অভিযান-২' হবে বলেও জানান ফারিয়া। তিনি বলেন, 'দ্বিতীয় কিস্তির বিষয়টি মোটামুটি চূড়ান্ত। 'বিবাহ অভিযান' ছবিটি গত বছর প্রথমে কলকাতায় ও পরে বাংলাদেশে মুক্তি পেয়েছে। কলকাতায় ভালো চলেছে ছবিটি। এটি পরিচালনা করেছিলেন বিরসা দাস গুপ্ত। এবারও তিনি করবেন। শিল্পীদের মধ্যে অঙ্কুশ, সোহিনী ও ইন্দ্রনীল থাকছেন।' তবে তার আগে 'ভয়' ছবিটি নিয়ে ফারিয়া বলেন, 'ভয়' কোনো ভৌতিক ছবি নয়। পুরোপুরি থ্রিলার ছবি। 'যদি তবু কিন্তু'র পর এপ্রিলে ভয়ের কাজ শেষ করব। একই মাসে 'ঢাকা-২০৪০'-এর শুটিং বাকি। ১০ দিন শুটিং করলেই শেষ হবে।'

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার 'আশিকী' চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফারিয়ার। এই অল্প সময়ে তার অভিনীত গোটাদশেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তার অভিনীত ছবিগুলো বাণিজ্যিক ধারার। তার অভিনীত সর্বশেষ ছবি 'শাহেনশাহ' মুক্তি পায় গত ৬ মার্চ। এ ছবিতে শাকিব খানের সঙ্গে ফারিয়ার প্রথম জুটি। ছবিটির মুক্তি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। ছবিটির মুক্তিতে তিনি দারুণ উচ্ছ্বসিত হলেও ছবির প্রচারণায় অংশ নিতে পারেনি অন্য ছবির শুটিংয়ের কারণে। তিনি বলেন, 'গত বছরের দুই ঈদেই ছবিটি মুক্তির জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে সময় মুক্তি পায়নি। আমি জানতাম আগামী ঈদুল ফিতর মুক্তি পাবে। কিন্তু হঠাৎ করেই শুনছি ৬ মার্চ। আমাকে আগে থেকে কেউ কোনো ইনফর্ম করেনি। তাই প্রচারণায় অংশ নিতে পারিনি। মুক্তির অন্তত ১৫ দিন আগে থেকে বলা হলে সময় বের করে প্রচারটা করা যেত। শাকিব খানের সঙ্গে এটি আমার প্রথম কাজ। এ জন্য প্রচারণায় অংশ নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু শুনেছি ছবিটি ভালো চলছে। এ জন্য ভালো লাগছে।'

ক্যারিয়ারের শুরু থেকে ফারিয়া বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিনয় করে আসলেও এবার অভিনয় করতে যাচ্ছেন ভিন্ন ধারার ঐতিহাসিক চলচ্চিত্রে। চরিত্রটিও চমকে পূর্ণ- যা তার ক্যারিয়ারের ভিন্নমাত্রা যোগ করবে। শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'বঙ্গবন্ধু' নির্মাণ করতে যাচ্ছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। বহুল আলোচিত এ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ে দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। তবে এ বিষয়ে কিছু বলতে চাননি ফারিয়া। তিনি বলেন, 'এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না। মন্ত্রণালয় থেকে ই-মেইল পাঠিয়ে নিষেধ করা আছে। শুনেছি, ১৭ মার্চের পর আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।'

যখন ঢাকার চলচ্চিত্রে সিনেমার অভাবে অনেক শিল্পী বসে বসে সময় কাটাচ্ছেন, তখন আপনার হাতে পাঁচটি ছবি। এ বিষয়ে ফারিয়া বলেন, 'হয়তো দর্শকের কাছে আমার চাহিদা আছে। যে কারণে আমাকে নিয়ে পরিচালকরা আগ্রহী হচ্ছেন। কাজে ডাকছেন। তা ছাড়া আমার সব ভালোবাসা শুধুই সিনেমাকে ঘিরে। সেটাও হয়তো এই মুহূর্তে একাধিক সিনেমায় কাজের সুযোগ তৈরি করেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<92121 and publish = 1 order by id desc limit 3' at line 1