শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলে গেলেন কালজয়ী অভিনেতা ম্যাক্স ভন সিডো

তারার মেলা ডেস্ক
  ১২ মার্চ ২০২০, ০০:০০

সুইডিশ বংশোদ্ভূত কালজয়ী অভিনেতা ম্যাক্স ভন সিডো আর নেই। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার পরিবার জানায়, রোববার (৮ মার্চ) বার্ধক্যজনিত কারণে মারা যান সিডো। তিনি শতাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজে কাজ করেছেন। তার স্মরণীয় কাজের মধ্যে ইংমার বার্গম্যানের 'দ্য সেভেন্থ সিল' অন্যতম। এই চলচ্চিত্রে নাইট আন্টোনিয়াস বস্নক চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন ভন। যেখানে একটি প্রতীকী দৃশ্যে তাকে মৃতু্যর সঙ্গে দাবা খেলতে দেখা যায়।

ভন সিডো সুইডেনের 'ন্যাশনাল ড্রামা স্কুলে' পড়াশোনা করেছেন। ১৯৫৫ সালে আইকনিক পরিচালক ইংমার বার্গম্যানের সান্নিধ্যে আসেন তিনি। এই জুটি ১১টি সিনেমায় একসঙ্গে কাজ করেন। ভন সিডো অভিনীত উলেস্নখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে বার্গম্যানের 'সপ্তম সীল' (১৯৫৭) 'দ্য এক্সোরিস্ট' (১৯৭৩) এবং উডি অ্যালেনের 'হান্না অ্যান্ড হার সিস্টারস' (১৯৮৬)।

সাম্প্রতিক বছরগুলোতে তিনি 'গেম অব থ্রোনস' সিনেমার ত্রি-চোখের রেভেনের চরিত্রে অভিনয় করেছেন এবং ২০১৫-এর 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স' তেও কাজ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<92124 and publish = 1 order by id desc limit 3' at line 1