শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঞ্জুরূপে রণবীর

রণবীর কাপুর নিজেকে সঞ্জয় করে তুলতে রীতিমতো ঘাম ঝরিয়েছেন। তাকে সঞ্জয় দত্তের রূপে সাজিয়ে তোলে প্রস্থেটিক আটির্স্ট সুরেশ মুরকে। এটি অবশ্য সুরেশের প্রথম কাজ নয়। এর আগে কাজ করেছেন তনু ওয়েডস মনু, ডাটির্ পিকচার ও গুরু ছবিতে...
ম ই আর আজান
  ২৮ জুন ২০১৮, ০০:০০
সঞ্জয় দত্তের বিভিন্ন রূপে রণবীর কাপুর

বলিউডজুড়ে ঝড় বইছে। আর সেই ঝড়ের নাম ‘সঞ্জু’। আগামীকাল ২৯ জুন মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বহুপ্রতীক্ষিত বায়োপিক ‘সঞ্জু’। মুন্নাভাই সিরিজ, থ্রি ইডিয়টস ও পিকের মতো এ ছবিটিও নিখুঁতভাবে নিমার্ণ করেছেন হিরানি। ছবির নাম ভ‚মিকায় অভিনয় করেছেন বলিউডের হাটর্থ্রব অভিনেতা রণবীর কাপুর। বতর্মানে সঞ্জু ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি।

রণবীর কাপুর নিজেকে সঞ্জয় করে তুলতে রীতিমতো ঘাম ছড়িয়েছেন। তাকে সঞ্জয় দত্তের রূপে সাজিয়ে তুলে প্রস্থেটিক আটির্স্ট সুরেশ মুরকে। এটি অবশ্য সুরেশের প্রথম কাজ নয়। এর আগে কাজ করেছেন তনু ওয়েডস মনু, ডাটির্ পিকচার ও গুরু ছবিতে। প্রস্থেটিক আটিের্স্টর কাজ হলো শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন নাক, কান, দঁাত ইত্যাদি কৃত্রিমভাবে স্থাপন করা।

সঞ্জয়ের চরিত্রে রণবীর নাকি সঞ্জয় ধঁাধঁা লেগে যায়। এর সত্যতা মিলেছে ছবির টিজার প্রকাশের পর। টিজারে সঞ্জুরূপী রণবীরকে দেখে স্বয়ং সঞ্জয় দত্তও অবাক হয়েছেন। হিরানিকে মজা করে বলেন, ‘হিরানি, মুন্নাভাইয়ের তৃতীয় কিস্তিতে আমার বদলে আবার রণবীরকে নিয়ে নিও না।’ শুধু তাই নয়, টিজারে নিজের ছেলেকেই নাকি চিনতে পারেননি ঋষি কাপুর। তার ভাষ্য ‘আমি চিন্তাই করিনি যে এটা রণবীর। হিরানি অসাধারণ কাজ করেছে। আমি ভেবেছি, এটা সঞ্জয় দত্ত।’ ছবির একেকটি পোস্টার টুইটারে পোস্ট করতে থাকেন হিরানি। আর আগ্রহ বাড়ছে ভক্তক‚লের।

শুধু রণবীর কাপুরকেই না সঞ্জয়ের শৈশবের বাড়িকেও তুলে এনেছে হিরানী। মুম্বাইয়ের বান্দ্রায় বাবা সুনীল দত্ত আর মা নাগিের্সর সঙ্গে সঞ্জয় ওই বাড়িতে থাকতেন। বাড়িটি তৈরিতে হিরানিকে সাহায্য করেন সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত। বাড়িটি তৈরিতে সময় লেগেছিল ২৫ দিন। সঞ্জুর চমক এখানেই শেষ নয়। এতে আরও অভিনয় করেছেন টাবু, কারিশমা তন্না, পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মিজার্ ও সোনম কাপুর। ছোট্ট একটা ক্যামিও চরিত্রে দেখা যাবে টাবুকে। তবে চরিত্র ছোট্ট হলেও টাকার অঙ্কটা কিন্তু বিরাট। ‘সঞ্জু’র ওই ছোট চরিত্রটির জন্যই টাবু নাকি নিয়েছেন ৬০ লাখ টাকা।

মাধুরী দিক্ষিতের ভ‚মিকায় এই সিনেমাতে দেখা যাবে কারিশমা তন্নাকে। সঞ্জয় দত্তের জীবনে যে কতটা জায়গাজুড়ে মাধুরী ছিলেন, তাই মূলত ফুটিয়ে তুলবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ কারিশমা। সিনেমার প্রযোজকদের মতে ‘সঞ্জু’তে মাত্র ১০-১৫ মিনিটের জন্য দেখা যাবে কারিশমাকে। আর এই স্বল্প সময়ের জন্য কারিশমার পারিশ্রমিক নাকি ১ কোটি টাকা।

সিনেমাতে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভ‚মিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। আর সেই চরিত্রে অভিনয় করতে নাকি ২-৩ কোটি টাকা নিয়েছেন পরেশ রাওয়াল। এ ছাড়া অভিনেত্রী মনীষা কৈরালা আবার অনেক দিন পরে ফিরছেন ‘সঞ্জু’র হাত ধরে। সিনেমাতে নাগির্স অথার্ৎ সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষাকে। আর তার জন্য মনীষা নাকি নিয়েছেন ৩ কোটি টাকার কাছাকাছি। দিয়া মিজার্ও কামব্যাক করছেন। সঞ্জয় দত্তের বতর্মান স্ত্রী মান্যতা দত্তের ভূমিকায় অভিনয় করেছেন দিয়া। আর এই রোলটির জন্য দিয়া নিয়েছেন ৩ কোটি টাকা। সোনম কাপুর টিনা মুনিম অম্বানী অথার্ৎ সঞ্জয়ের জীবনের প্রথম গালের্ফ্রন্ডের চরিত্রে দেখা যাবে সোনম কাপুরকে। ৬ কোটি টাকা নিয়েছেন সোনম এই চরিত্রটির জন্য।

গত ৩০ মে ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। এতে সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন সময় ফুটিয়ে তুলতে দেখা গেছে রণবীর কাপুরকে। চলন-বলনসহ সবকিছুতে সঞ্জয় দত্তের চরিত্রে মানিয়ে নিতে প্রচুর ঘাম ঝরিয়েছেন রণবীর। বিশেষ করে শারীরিক ভঙ্গি তো পুরোপুরিই রপ্ত করেছেন, যা ট্রেলারেই অনুমেয়। এই ছবির রণবীর কাপুর নাকি ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ।

ট্রেলারে সঞ্জয় দত্তের বায়োপিকে তার জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দু’দিন আগে মায়ের মৃত্যুশোক এবং বাবার সঙ্গে সম্পকর্; তার সবকিছুই থাকছে ছবিটিতে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শমাের্ক।

এখন শুধু অপেক্ষা এই ছবিটি দেখার। এর মাঝে রোববার মুক্তি দেওয়া হয়েছে ‘সাঞ্জু’ ছবির মজার একটি গান। লিপসিং জটিলতাকে কেন্দ্র করে নিমির্ত এই গানটির নাম ‘ম্যায় বাড়িয়া তু ভি বাড়িয়া’। একসময় সঞ্জয়ের বাবা সুনীল দত্ত অভিযোগ করতেন, সঞ্জয় ছবির গান ও ডায়লগের সাথে ভালো লিপসিং করতে পারেন না। আর এ কথা মানতে চাইতেন না সঞ্জয়। এই গানটিতে সেই মজার বিষয়টিকেই তুলে ধরেছেন পরিচালক রাজকুমার হিরানি। গানটিতে কণ্ঠ দিয়েছেন সনু নিগম ও সুনিধি চৌহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে