শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৮ জুন ২০১৮, ০০:০০

ভারতে ছাড়পত্র

পেল শম্পার ছবি

তারার মেলা ডেস্ক

কলকাতার অন্যতম নিমার্তা রঞ্জন চৌধুরীর বাংলা ছবি ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’তে অভিনয় করেছেন বাংলাদেশের শম্পা হাসনাইন। বেশ কয়েক মাস ধরে ছবিটি ভারতের সেন্ট্রাল বোডর্ অব ফিল্ম সাটিির্ফকেশনের (সিবিএফসি) টেবিলে আটকে ছিল।

ছবিতে থাকা একটি গান ও ‘মুসলমান’ শব্দ নিয়ে আপত্তি তুলেছিলেন বোডের্র সদস্যরা। অবশেষে নানা জটিলতা কাটিয়ে ছবিটি ছাড়পত্র পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সেন্সর বোডের্র ১০ সদস্য নতুন করে ছবিটি দেখে কোনো কাটাকাটি ছাড়াই ছাড়পত্র দেওয়া হয়।

এদিকে শম্পা জানান, হিন্দু ও মুসলমান পরিবারের প্রেমের কাহিনী নিয়ে ছবিটির গল্প। এটি নিরেট প্রেমের ছবি। এতে হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর মুসলমান ছেলের চরিত্রে আছেন কলকাতার সমদশীর্।

এ ছাড়াও রয়েছেন শ্রীলা মজুমদার, বিশ্বজিৎ চক্রবতীর্, শুভাশীষ মুখাজির্, সৌমি ঘোষসহ আরও অনেকে।

জানা গেছে, ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ৬ জুলাই। এখন শুরু হলো প্রচারণার কাজ।

তারই অংশ হিসেবে ২৩ জুন ‘ও আমার সোনা বন্ধু আমার’ শিরোনামের একটি গানও প্রকাশ করা হয় ইউটিউবে।

ইরফানের পাশে শাহরুখ

তারার মেলা ডেস্ক

জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান। নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বতর্মানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এ অভিনেতা।

ইরফানের সহকমীর্ ও ভক্তরা প্রতিনিয়ত তার সুস্থতা কামনা করছেন। আবার অনেকেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। তাদের একজন বলিউড কিং শাহরুখ খান।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ ও ইরফান খুব ভালো বন্ধু। চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার আগে ইরফানের স্ত্রী সুদীপ্তা শাহরুখকে ফোন করে জানান, ইরফান তার সঙ্গে দেখা করতে চান। ডুব অভিনেতার বাড়ির পাশের একটি স্টুডিওতে শুটিং করছিলেন শাহরুখ। তাই খবর পেয়েই সেখানে ছুটে যান তিনি। প্রায় দুই ঘণ্টা ইরফানের বাড়িতে অবস্থান করেন। এরপর ফেরার সময় ইরফানের হাতে তার লন্ডনের বাড়ির চাবি তুলে দেন শাহরুখ। যেন সেখানে গিয়ে নিজেদের মতো করে থাকতে পারেন তারা। প্রথমে ইরফান রাজি না হলেও শাহরুখের জোরাজুরিতে চাবি নিতে বাধ্য হন।

অসুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সেই খবর জানিয়েছেন ইরফান। এরপর বিভিন্ন সময় রোগ সম্পকের্ ভক্তদের তথ্য জানিয়েছেন এবং গুজব থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন। কয়েকদিন আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে রোগের সঙ্গে তার লড়াইয়ের অভিজ্ঞতা জানান ইরফান।

ক্যাট-আলিয়ার

বন্ধুত্বে ফাটল!

তারার মেলা ডেস্ক

ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের বন্ধুত্বে দেয়াল হয়ে দঁাড়িয়েছেন রণবীর কাপুর। তার সঙ্গে আলিয়ার প্রেমের গুঞ্জনে দুই অভিনেত্রীর মধ্যে সৃষ্টি হয়েছে দূরত্ব। ক’দিন আগেও ক্যাটরিনা আর আলিয়া ছিলেন একে অপরের জিমসঙ্গী। শরীরচচার্ কেন্দ্রে নিত্যদিন একসঙ্গে ঘাম ঝরাতেন তারা। বন্ধুরা প্রায়ই বলতেন, তাদের মধ্যে পারস্পরিক আস্থা চোখে পড়ার মতো।

আলিয়া ছাড়া বলিউডের অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে এতটা নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠেনি ক্যাটের। নিমার্তা মহেশ ভাটের মেয়েকে ফিটনেস ও খাবারের বিষয়ে অনেক পরামশর্ দিয়েছেন তিনি। ফুরসত পেলেই আড্ডায় মেতে থাকতেন তারা।

রণবীরের সঙ্গে আলিয়ার সখ্য গড়ে ওঠার আগের গল্প এগুলো। ক্যাটরিনার সঙ্গে রণবীরের প্রেমের ইতিহাস সবারই জানা। এ কারণেই ঋষি কাপুরের ছেলের সঙ্গে আলিয়া সম্পকের্ জড়ানোর কারণে হতবাক ক্যাটরিনা। এই ঘটনা তার মনেও প্রভাব ফেলেছে। তবে পারতপক্ষে অন্যের ব্যাপারে নাক গলান না তিনি। তাই চুপচাপ আছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।

এদিকে প্রেম-ভালোবাসা প্রসঙ্গে রণবীর সম্প্রতি এক টকশোতে বলেছেন, ‘প্রেমে পড়া দারুণ ব্যাপার। এ এক চমৎকার অনুভ‚তি। প্রেমে পড়লে সবই ভালো লাগে। এমনকি শুধু জলও শরবতের মতো মনে হয়!’

এর আগে জিকিউ ইন্ডিয়া ম্যাগাজিনের জুন মাসের সংস্করণে আলিয়ার সঙ্গে প্রেমের কথা পরোক্ষভাবে নিশ্চিত করেছেন রণবীর। ৩৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘ব্যাপারটা এখনও নতুন। এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। এ জন্য সময় ও সুযোগ দরকার।’

করণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন রণবীর ও আলিয়া। আলিয়ার কাজের প্রশংসা করে রণবীর বলেন, ‘একজন অভিনেত্রী ও একজন মানুষ হিসেবে আলিয়া বেশ সাবলীল। তার কাজ ও অভিনয় দেখে মনে হয়েছে, এমন প্রতিভাবান হতে চাই আমিও।’

গত মাচের্ সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়েতে একসঙ্গে অংশ নেন রণবীর ও আলিয়া। তখনই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর থেকে শুটিং ফ্লোরসহ বিভিন্ন স্থানে পাশাপাশি দেখা গেছে দু’জনকে।

জ্যাকসনের জীবন

নিয়ে মঞ্চনাটক

তারার মেলা ডেস্ক

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন অবলম্বনে সংগীতনিভর্র একটি মঞ্চনাটক তৈরি হতে যাচ্ছে। ব্রডওয়েতে এর উদ্বোধনী প্রদশর্নী হবে ২০২০ সালে। তার সম্পত্তির ব্যবস্থাপক দল ও প্রযোজনা প্রতিষ্ঠান কলাম্বিয়া লাইভ স্টেজ এ তথ্য জানিয়েছে।

নাম চ‚ড়ান্ত না হওয়া মঞ্চনাটকটির গল্প লিখছেন দু’বারের পুলিৎজার পুরস্কার জয়ী লিন নটেজ। এতে থাকবে ‘থ্রিলার’, ‘বিট ইট’, ‘স্মুথ ক্রিমিনাল’-এর মতো জ্যাকসনের দুনিয়া কঁাপানো গানগুলো। তবে কোন থিয়েটার নাটকটি মঞ্চায়ন করবে তা জানানো হয়নি।

২০০৫ সালে যৌন হয়রানির অভিযোগে আদালতের মুখোমুখি হওয়ার মতো জ্যাকসনের জীবনের বিতকির্ত দিকগুলো এ মঞ্চনাটকে তুলে ধরা হবে কি-না, তা জানা যায়নি।

জ্যাকসনের মিউজিক ভিডিও ও কনসাটের্র চেনা কিছু নাচের মুদ্রা থাকবে এই নাটকে। এর নিদের্শনা দেবেন ক্রিস্টোফার হুইলডন। কোরিওগ্রাফারও তিনিই। ২০১৫ সালে ‘অ্যান আমেরিকান ইন প্যারিস’ মঞ্চনাটকের জন্য সেরা কোরিওগ্রাফি বিভাগে টনি পুরস্কার জেতেন ৪৫ বছর বয়সী এই ব্রিটিশ শিল্পী।

এর আগে কানাডিয়ান বিনোদন প্রতিষ্ঠান চাকর্ দ্যু সোলেই মঞ্চে এনেছিল ‘মাইকেল জ্যাকসন ওয়ান’ নামের একটি লাইভ ট্রিবিউট শো। ২০১৩ সাল থেকে এখনও যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নিয়মিত বিরতিতে এর প্রদশর্নী হচ্ছে। এ ছাড়া ২০০৯ সালে লন্ডনের ওয়েস্ট এন্ডের মাধ্যমে মঞ্চে এসেছিল মঞ্চ প্রযোজনা ‘থ্রিলার লাইভ’।

ক্ষতিকর ওষুধ প্রফোফল বেশি মাত্রায় সেবনের কারণে ২০০৯ সালে ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়। কৈশোরে নিজের ভাইদের সঙ্গে ‘এবিসি’ ও ‘আই’ল বি দেয়ার’ গানগুলোর সুবাদে সাফল্য পান তিনি। এরপর একক ক্যারিয়ারে ‘ব্যাড’, ‘বিলি জিন’, ‘রক উইথ ইউ’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন মাকির্ন এই তারকা।

বিরতি ভেঙে রিচি

তারার মেলা রিপোটর্

পারিবারিক ব্যস্ততা ও প্রবাসজীবনের কারণে আগের মতো এখন আর নিয়মিত অভিনয়ে পাওয়া যায় না দশর্কপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানকে। লম্বা বিরতির পর বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে তার অভিনীত ধারাবাহিক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’।

রিচি সোলায়মান আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ।

ধারাবাহিকটির গল্প এমনÑ ৭ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িটি অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল সেক্রেটারি শাকুর সাহেবের। ছোট্ট এই বাড়িটিকে ঘিরে তার অনেক স্মৃতি। এখানে তার সন্তানরা জন্মেছে, বড় হয়েছে। তার নিজের জীবনের সোনালি দিনগুলোও কেটেছে এখানেই। তাই এই বাড়িটিকে ঘিরে তার অনেক স্বপ্ন।

কিন্তু সন্তানদের কারণে ছোট্ট এই বাড়িটিকে ঘিরে শুরু হয় স্বাথর্পরতার খেলা। সেই রেশ ধরে চলতে থাকবে পারিবারিক জটিল গল্পের এই ধারাবাহিকটি।

বিরুশকাকে আইনি নোটিশ

তারার মেলা ডেস্ক

আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত জুটি বিরাট কোহলি ও আনুশকা শমার্। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। এ জুটিকে আইনি নোটিশ পাঠিয়েছেন আরহান সিং। তিনি একজন অভিনেতা। একাধিক বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হেয় করার কারণে গত শনিবার তার পক্ষ থেকে ‘বিরুশকা’ জুটিকে আইনি নোটিশ পাঠানো হয়।

এ প্রসঙ্গে আরহান সংবাদমাধ্যমে বলেন, ‘আমার আইনজীবী বিরাট কোহলি ও আনুশকা শমাের্ক আইনি নোটিশ পাঠিয়েছেন। যেহেতু বিষয়টি তাদের (বিরাট-আনুশকা) কাছে তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এখন তাদের উত্তরের অপেক্ষায় আছি।’

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন বিরাট। সেখানে দেখা যায়, গাড়ির জানালা দিয়ে মুম্বাইয়ের একটি রাস্তায় ময়লা ফেলার জন্য এক ব্যক্তিকে কড়া ভাষায় কথা বলছেন আনুশকা। পাশ থেকে তা ভিডিও করেন বিরাট। আনুশকা যে ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন তিনিই আরহান সিং। তিনি যখন গাড়ির জানালা দিয়ে প্লাস্টিকের ব্যাগ ফেলছিলেন। তখন পাশের গাড়িতেই ছিলেন আনুশকা। এমন দৃশ্য দেখে প্রতিবাদ করেন আনুশকা।

পরবতীর্ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে আরহান সিং লেখেন, ‘আমার বিলাসবহুল গাড়ির জানালা দিয়ে ভুলক্রমে যে আবজর্না পড়েছে তা আপনার বিলাসবহুল গাড়ির জানালার মুখ থেকে আসা আবজর্নার চেয়ে কম। আর সংকীণর্মনা বিরাট কোহলি তা ভিডিও করে অনলাইনে পোস্ট করেছে কিসের আশায়? এটি সত্যিই খুবই নিচু প্রকৃতির প্রতিবাদ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে