বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাহসানের বাউন্ডারি

ম তারার মেলা রিপোটর্
  ২৮ জুন ২০১৮, ০০:০০
তাহসান খান

ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে একাধিক নাটকে দেখা গেছে। পাশাপাশি তার গাওয়া চারটি গান প্রকাশ হয়েছে। গানগুলো বেশ প্রশংসিত হয়েছে। একটিতে তাহসানকে পাওয়া গেছে পরিপূণর্ ভিডিওতে। অন্য দুটি লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ হয়েছে। এ তিনটি গান ইউটিউবে শোনা-দেখা গেলেও অন্য গানটি শোনা যাচ্ছে ভিন্ন একটি স্ট্রিমিং প্ল্যাটফমের্।

‘তুমি, ভাবনায় ডুবে থাকা, দূর আকাশের নিলীমায়। তুমি, হৃদয়ে লুকোনো প্রেম, মিশে থাকা, গভীর মুগ্ধতায়’Ñ এমন কথার ‘ভালোবাসি তাই’ লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কক্সবাজারের লোকেশনে নিমির্ত ভিডিওতে তাহসানের সঙ্গে মডেল হয়েছে পায়েল।

‘ভেজা চোখ’ গানটির প্রথম দুটি লাইন হলো ‘কেন দূরে দূরে তুমি থাক। কেন অবাক হয়ে আমি সবো।’ লিখেছেন এইচএম রিপন। তানজিব সারোয়ারের সুরে সংগীত করেছেন ইমন চৌধুরী।

ঈদুল ফিতরের অন্যতম আকষর্ণ ছিল ‘প্রিন্স মাহমুদ মিক্সড’। এই অ্যালবামের জন্য ‘মায়া’ শিরোনামের গান কণ্ঠ দিয়েছেন তাহসান। যার কথা এমনÑ ‘মায়া মায়া কী দারুণ কাব্যের অপ্সরী। গায় গান গুণগুণ তাকে ছুঁই একটু ধরি।’ কথা, সুর ও সংগীতে ছিলেন প্রিন্স মাহমুদ।

এ ছাড়া প্রকাশ হয়েছে ‘শেষ দিন’ শিরোনামের আরেকটি গান। তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন টিনা।

এদিকে তাহসান বতর্মানে প্রথম সিনেমা ‘যদি একদিন’-এর শেষ লটের অভিনয়ে ব্যস্ত আছেন । এতে তার বিপরীতে আছেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ । এ প্রসঙ্গে নিমার্তা জানান, ‘কক্সবাজার আমরা ছবিটির শুটিং অংশের কাজ করেছি। তাহসান ও শ্রাবন্তী-একজন মূলত গানের মানুষ অন্যজন বিদেশের। সে হিসেবে দু’জনই আমার কাছে নতুন মানুষ। অথচ কাজ করতে গিয়ে আমরা এতটাই আপন হয়েছিÑ যা বলে বোঝানোর মতো না। একটি ভালো চলচ্চিত্রের টানে আমাদের এই বন্ধন। আশা করছি ছবিটি মুক্তি পেলে সবাই মুগ্ধ হবেন।’ এদিকে তাহসান বলেন, ‘ছবিটিতে দারুণ একটি গল্প। গল্পের কারণেই মূলত ছবিটি করতে আগ্রহী হয়েছিলাম আমি। আশা করছি দশর্করাও মুগ্ধ হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে