মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হলিউড মাতাচ্ছে ইনক্রেডিবলস টু

ম ইয়াফির রহমান আজান
  ২৮ জুন ২০১৮, ০০:০০
‘ইনক্রেডিবলস টু’ অ্যানিমেশন ছবির দৃশ্য

‘দ্য ইনক্রেডিবল’ ভক্তদের দীঘর্ অপেক্ষায় রেখেছিলেন পরিচালক বব বাডর্। ছবিটির সিক্যুয়াল তৈরি করি করি বলে পার করে দিলেন দীঘর্ ১৩ বছর। অবশেষে চলতি মাসের ১৫ তারিখে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে পিক্সার স্টুডিওর জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘ইনক্রেডিবলস টু’। মজার বিষয় হচ্ছে ২০১৪ সালের মাচের্ই মুক্তি পাওয়ার কথা ছিল দ্য ইনক্রেডিবল টু-এর। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি। আইএমডিবির তথ্য অনুযায়ী ২০ কোটি ডলার বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে আয় করেছে ৫০ কোটি ডলারের বেশি! ২০০৪ সালে পিক্সারের নিমির্ত ‘দ্য ইনক্রেডিবলস’-এর সিক্যুয়াল হিসেবে মুক্তি পাওয়া এ সিনেমাটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বক্স অফিসের রেকডর্ ভেঙে দিচ্ছে।

অন্যদিকে, ২২ জুন ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং মাত্র ৬ দিনে আয় করেছে ৭ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, শুধু ভারতেই চলতি সপ্তাহে এ সিনেমাটির আয় হবে ১৩-১৫ কোটি রুপি!

পিক্সার স্টুডিওর এখন পযর্ন্ত প্রথম সপ্তাহের আয়ে সবচেয়ে এগিয়ে আছে ছবিটি। ‘দ্য ইনক্রেডিবলস’-এর ব্যবসায়িক সাফল্য তেমন না হলেও এর সিক্যুয়ালের এমন আয়ে খুশি পিক্সার কতৃর্পক্ষ। এর আগে ২০১৬ সালে প্রতিষ্ঠানটির নিমির্ত ‘ফাইন্ডিং ডোরে’ সিনেমাটি আয় করেছিল ১০৩ কোটি ডলার। সেটি ছিল ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ফাইন্ডিং নিমো’ -এর দ্বিতীয় কিস্তি। তবে ‘ইনক্রেডিবলস ২’-এর প্রথম সপ্তাহের আয় ফাইন্ডিং ডোরের চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি।

এদিকে ইউনিভাসার্ল কিংবা টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স স্টুডিও নিমির্ত অ্যানিমেশন সিনেমাগুলোর আয়ের দিক দিয়ে গত কয়েক বছরে বেশ পিছিয়ে গেছে পিক্সার। তাই নতুন ছবিটি তাদের জন্য বিশেষ কিছু। এরই মাঝে আয়ের দিক দিয়ে সবর্কালের সেরা ১০ বিগেস্ট ওপেনিং ডোমেস্টিক ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইনক্রেডিবলস ২’।

‘দ্য ইনক্রিডেবল টু’ ছবিতে দেখা যায় শিশু জ্যাক-জ্যাক তার নতুন পাওয়া সুপার পাওয়ার নিয়ে খুবই উল্লসিত। বিক্ষিপ্তভাবে সে তার ক্ষমতা চারদিকে ব্যবহার করছে। তার বাবা তাকে নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছেন এবং ছেলের কাÐ-কারখানায় তিনি বেশ বিস্মিত। ছবির এই বাজিমাতে অবশ্য সব থেকে বেশি খুশি ডিজনি-পিকচাসর্।

এর আগে ‘দ্য ইনক্রেডিবল’ সিরিজের দ্বিতীয় ছবি ‘দ্য ইনক্রেডিবলস টু’ এর ট্রেলার প্রকাশ পায়। এবং অবিশ্বাস্যভাবে ছবিটির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে সবর্কালের সব থেকে বেশি দেখা এনিমেটেড ট্রেলারের তালিকায় নাম লিখিয়েছে। আর সামগ্রিকভাবে আছে সপ্তম স্থানে। দ্য ইন্ডিপেন্ডেন্ট অনুসারে, টিজারটি এখন পযর্ন্ত দেখা হয়েছে ১১৫ মিলিয়ন অথার্ৎ ১১ কোটি ৫০ লক্ষ বার এবং যা ক্রমাগত বেড়েই চলেছে। ২০০৪ সালে মুক্তি পাওয়া দ্য ইনক্রিডেবল শুধু ভক্তদের মনই জয় করেনি, সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ঘরে তুলে নিয়েছিল অস্কার পুরস্কার।

‘ইনক্রেডিবলস টু’ ছবিটির এমন সাফল্যে এবার পিক্সারের চোখ এবার ১৯৯৫ সালে মুক্তি পাওয়া আলোচিত অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি’ এর চতুথর্ পবর্ ‘টয় স্টোরি ৪’ নিয়ে। সব ঠিক থাকলে ২০১৯ সালের ২১ জুন মুক্তি পাবে ছোটদের এ চলচ্চিত্রটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে