শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বাংলা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ১১ জুন ২০২০, ০০:০০
ছাত্ররা মাঠে খেলছে

প্রশ্ন:৭ যুক্তবর্ণগুলো বিভাজন করে বাক্য প্রয়োগ কর: ক্ল = ক+ল (আরিফ ক্লাসে দুষ্টমি করে।) ক্ত = ক+ত (হাত কেটে রক্ত পড়ছে।) ক্ব = ক+ব (ফলটি বেশ পরিপক্ব।) ক্ষ = ক+ ষ (ছেলেটিকে ক্ষমা করে দিন।) ক্স = ক+ স ( রহিম কক্সবাজার যাবে।) ঙ্ক = ঙ+ক ( ছেলেটি অঙ্কে কাঁচা।) ঙ্গ = ঙ+গ ( কামাল বাবার সঙ্গে বাড়ি যাচ্ছে।) চ্ছ্ব = চ+ছ+ব (তারা খেলায় জিতে উচ্ছ্বাস প্রকাশ করছে।) জ্ঞ = জ+ ঞ (বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে।) ঞ্চ = ঞ+ চ ( ফরিদের বাড়ি রাজশাহী অঞ্চলে।) ঞ্ছ = ঞ+ছ (সবার নিয়ম মানা বাঞ্ছনীয়।) ঞ্জ = ঞ+জ (গঞ্জে হাট বসেছে।) ট্ট = ট+ট (তার বাড়ি চট্টগ্রামে।) ণ্ট = ণ+ট (ছুটির ঘণ্টা বাজলো।) ত্থ = ত+থ (স্বৈরাচারীর বিরুদ্ধে গণঅভু্যত্থান গড়ে উঠেছে।) ত্ন = ত+ন (শিশুদের যত্ন নিতে হবে।) ত্ব = ত+ব (একটা গুরুত্বপূর্ণ কথা আছে।) ত্র = ত+র (ছাত্ররা মাঠে খেলছে।) দ্দ = দ+দ (শিক্ষক সবার উদ্দেশ্যে কিছু কথা বলছেন।) দ্ধ = দ+ধ (বিশুদ্ধ পানি পান করতে হবে।) দ্ব = দ+ব (দ্বিতীয় শ্রেণির ভর্তি চলছে।) দ্ভ = দ+ ভ (সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে।) দ্ম = দ+ম (পদ্মা নদীর ইলিশ বেশ মজা।) দ্র = দ+র (দরিদ্রকে দান কর।) ধ্ব = ধ+ব (সব ধ্বংস হয়ে গেছে।) ন্ট = ন+ট (তারা রেস্টুরেন্টে গেল।) ন্ড = ন+ড (ঠান্ডা জলে নাইতে ভালো।) ন্ত = ন+ত (সবাই শান্ত হয়ে থাক।) ন্ত্র = ন+ত+র (আমন্ত্রিত অতিথিরা এসে গেছে।) ন্দ = ন+দ (সবাই খুব আনন্দিত।) ন্দ্র = ন+দ+র (শিলায়দহে প্রতিবছর রবীন্দ্রমেলা উদযাপিত হয়।) ন্ধ = ন+ধ (কাল থেকে স্কুল বন্ধ।) ন্ন = ন+ন (গরিবকে অন্ন দাও।) প্ত = প+ত (সে কাজটি রপ্ত করেছে।) প্র = প+র (গাছেরও প্রাণ আছে।) ব্র = ব+র (নিয়মিত দু'বার দাঁত ব্রাশ করতে হবে।) ভ্র = ভ+র (ভ্রমর বাগানে ঘুরে বেড়াছে।) ম্ন = ম+ন (নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় হতে পারে।) ম্প = ম+প (জাপান ভূমিকম্প প্রবণ এলাকা।) ম্ব = ম+ব (লোকটি সহায় সম্বলহীন।) ল্প = ল+প (দাদি মজার মজার গল্প বলে।) ল্ম = ল+ম (গোলাপ গুল্ম জাতীয় উদ্ভিদ।) শ্ব = শ+ব (সে তাকে বিশ্বাস করল।) শ্ম = শ+ম (শশ্মানে মরা পোড়ানো হয়।) ষ্ক = ষ+ক (ঘরটি অনেক পরিষ্কার।) ষ্ট = ষ+ট (কষ্ট করে কাজটি কর।) ষ্ট্র = ষ+ট+র (বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র।) ষ্ণ = ষ+ণ (ছেলেটির তৃষ্ণা লেগেছে।) ষ্ম = ষ+ম (গ্রীষ্মকালে অনেক গরম পড়ে।) স্ত = স+ত (বাজারে চাল খুব সস্তা।) স্ত্র = স+ত+র (তলোয়ার একটি ভয়ানক অস্ত্র।) স্থ = স+থ (সে অসুস্থবোধ করছে।) স্ন = স+ন (পুকুরে গিয়ে স্নান করে এসো।) স্ব = স+ব (আমরা স্বাধীন জাতি।) স্ম = স+ম (আজ একটি স্মরণীয় দিন।) হ্ন = হ+ণ (অপরাহ্নে বেড়াতে যাব।) হ্ন = হ+ন (সঠিক চিহ্ন বসাও।) হ্ম = হ+ম (লোকটি ব্রাহ্মণ।) হ্য = হ+য (অসহ্য গরম পড়ছে।) হ্র = হ+র (দ্রব্য মূল্য হ্রাস পেয়েছে।)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে