শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের আদালতে পঁাচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

যাযাদি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ভারতের ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ (এনআইএ) শুক্রবার জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে পঁাচ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে। আল-কায়েদার শাখা হিসেবে পরিচিত বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকার কথা জেনেছে ভারতীয় কতৃর্পক্ষ। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, অভিযুক্তদের মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছিল গত মাচর্ মাসে।

যে পঁাচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, রিপন হোসেন, হান্নান আনোয়ার খান, মো. হাসান আলি, মো. আমির আলি এবং আজর আলি। তারা এবিটির সদস্যদের সহায়তা করার দায়ে অভিযুক্ত। এনআইএ ভারতীয় দÐবিধির ‘আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, ১৯৬৭’ এবং

‘ফরেনাসর্ অ্যাক্ট, ১৯৪৬’ এর ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

প্রথমে পুনের পুলিশ তাদের গ্রেপ্তার করলেও পরবতীের্ত জঙ্গি সংশ্লিষ্টতার মামলাটি এনআইএর কাছে হস্তান্তর কার হয়। এনআইএ তদন্ত করে জানতে পারে, অভিযুক্তরা কোনো বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিল এবং বিভিন্ন নিমার্ণ প্রকল্পে কাজ করে আসছিল।

তারা জালিয়াতি করে পিএএন, আধার ও ভোটার কাডর্ সংগ্রহ করেছে। সেখানে তাদের নাম পরিচয় ভুয়া। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা আধার ও পিএএন কাডর্ ব্যবহার করে ভারতীয় সিম কিনেছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং কাজ জুটিয়ে নিয়েছে।’

অভিযুক্তরা ২০১৭ সালে তুষার বিশ্বাস নামের এক জঙ্গিকে আশ্রয় ও অথর্ দিয়েছিল। তুষার এবিটির সদস্য। তার বিরুদ্ধে আগে থেকেই চাজির্শট দাখিল করা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11497 and publish = 1 order by id desc limit 3' at line 1