মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তরিকুলসহ সাত বিএনপি নেতার আগাম জামিন

যাযাদি রিপোটর্
  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৬

রাজধানীর পল্টন ও আদাবর থানায় দায়ের করা মোট আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ দলটির সাত নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোটর্। পুলিশের প্রতিবেদন দেয়ার আগ পযর্ন্ত সব ক’টি মামলায় তাদের জামিন মঞ্জুর করেছে আদালত। জামিনপ্রাপ্ত অন্য নেতারা হলেন অ্যাডভোকেট আবদুর রেজাক খান, আডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস ওয়াহিদা ও অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ। বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোটর্ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার আমিনুল হক। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। এহসানুর রহমান বলেন, ‘এর আগে গত ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিএনপির মানববন্ধন ও অনশন কমর্সূচিকে কেন্দ্র করে পুলিশের কতর্ব্য কাজে বাধা দেয়া ও নাশকতা চেষ্টার অভিযোগ এনে পল্টন ও আদাবর থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে