বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানের গোপন পারমাণবিক গুদাম আছে :দাবি নেতানিয়াহুর

তার কথায় বিশ্বে হাসির রোল পড়ে যাবে :তেহরান
যাযাদি ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
স্যাটেলাইট চিত্র প্রদশর্ন করছেন নেতানিয়াহু

ইরানের একটি ‘গোপন পারমাণবিক গুদাম’ আছে এবং সেখান থেকে দেশটি পরমাণু কাযর্ক্রম চালাচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ-সংক্রান্ত একটি স্যাটেলাইট চিত্র প্রদশর্ন করেন। তার দাবি, ‘গোপন পারমাণবিক গুদামটি’ তেহরানে অবস্থিত। সেখানে পারমাণবিক সরঞ্জামাদি ও তেজষ্ক্রিয় উপকরণ রয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপেরও আহŸান জানিয়েছেন তিনি। এদিকে, নেতানিয়াহু যে দাবি করেছেন, সেটা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, নেতানিয়াহুর কথায় বিশ্বে হাসির রোল পড়ে যাবে। সংবাদসূত্র : গাডির্য়ান, ট্রিবিউন, বিবিসি, রয়টাসর্ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের তৃতীয় দিনের বিতকর্পবের্ বক্তব্য দেন বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় তিনি দাবি করেন, গোপন একটি পারমাণবিক কেন্দ্রে তৎপরতা চালাচ্ছে ইরান। প্রমাণ হিসেবে একটি স্যাটেলাইট চিত্র উপস্থাপন করেন তিনি। সেখানে একটি দেয়াল ও মেটালের গেট দেখা গেছে। নেতানিয়াহুর দাবি, এটি ইরানের সেই গোপন পারমাণবিক কেন্দ্রের বাইরের দিক বলে দাবি করেন। তিনি বলেন, ‘ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কমর্সূচিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও উপকরণ সংরক্ষণের জন্য একে গোপন পারমাণবিক গুদাম হিসেবে ব্যবহার করা হয়।’ তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি নেতানিয়াহু। নেতানিয়াহুর দাবি হাস্যকর : ইরান এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, নেতানিয়াহুর কথায় বিশ্বে হাসির রোল পড়ে যাবে। ইরানের একটি ‘গোপন পারমাণবিক গুদাম’ আছেÑ নেতানিয়াহুর এই বক্তব্যকে মিথ্যা ও হাস্যকর উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, ‘এ ধরনের মিথ্যা, অথর্হীন ও অনথর্ক বক্তব্য শুনলে বিশ্বে শুধু হাসিরই রোল পড়ে যাবে।’ উল্লেখ্য, ২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে বিশ্বের ছয় শক্তিধর দেশ চুক্তি স্বাক্ষর করে। ভিয়েনায় নিরাপত্তা পরিষদের পঁাচ সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স,রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জামাির্ন (ওয়ান) চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাযর্ক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রæতি দেয় তারা। গত মে মাসে পূবর্সূরি ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে সেটা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সাল থেকেই পারমাণবিক তৎপরতা পযের্বক্ষণকারী সংগঠন আন্তজাির্তক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) দাবি করে আসছে, পারমাণবিক তৎপরতা সীমিত করতে সমন্বিত কমর্ পরিকল্পনা মেনে চলছে ইরান। সবের্শষ গত আগস্টে প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে আন্তজাির্তক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরান তাদের শতর্ অনুযায়ী সীমিত ইউরেনিয়াম তৈরি ও মজুদ রেখেছে। তবে সেটা মানতে রাজি নয় যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরাইল। পারমাণবিক গুদামের অস্তিত্ব থাকার অভিযোগটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আইএইএ’র প্রতি আহŸান জানিয়েছেন নেতানিয়াহু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে