বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা দ্বিতীয়পত্র

লোভ পরিত্যাগ কর, সুখে থাকবে
শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।
  ২২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বাক্য রূপান্তর নিয়ে আলোচনা করা হলো প্রশ্ন : নিচের বাক্যগুলোকে নিদের্শ অনুসারে রূপান্তর কর। প্রশ্ন-৭ ১. ইন্দ্রের যেমন ঐরাবত, আমার তেমনি পদ্মা। (সরল) ২. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক) ৩. দোষ স্বীকার কর, তোমাকে শাস্তি দেব না। (মিশ্র) ৪. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল) ৫. ল²ী বর দেবেন না। (প্রশ্নসূচক) ৬. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক) ৭. ত্যাগের এ মহিমা অপূবর্। (বিস্ময়বোধক) ৮. উপায়ান্তর না থাকলে দেশান্তরে যেতে হবে। (না-বোধক) উত্তর : ১. ইন্দ্রের ঐরাবতের মতোই আমার পদ্মা। ২. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি। ৩. তুমি যদি দোষ স্বীকার কর, তাহলে তোমাকে শাস্তি দেব না। ৪. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়। ৫. ল²ী কী বর দেবেন? ৬. মন দিয়ে লেখাপড়া কর। ৭. কী অপূবর্ ত্যাগের মহিমা! ৮. উপায়ান্তর না থাকলে দেশে থাকা হবে না। প্রশ্ন-৮ ১. সারথি ভূপতির আদেশ পাইয়া, পুনবার্র রথ চালনা করিল। (চলিত) ২. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক) ৩. তিনি দরিদ্র হলেও ভদ্র। (যৌগিক) ৪. এ জন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা বলে (নেতিবাচক) ৫. আমার নিবাস নেই। (জটিল) ৬. তোমার যিনি বাপ তার নাম কী? (সরল) ৭. পুলিশের লোক জানিবে কী করিয়া? (নেতিবাচক) ৮. ভুল সকলেই করে। (প্রশ্নবোধক) উত্তর : ১. সারথি ভূপতির আদেশ পেয়ে পুনরায় রথ চালনা করল। ২. সকলেই কহিয়া দিতে অসম্মতি প্রকাশ করিতেছে। ৩. তিনি দরিদ্র, কিন্তু ভদ্র। ৪. এজন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা না বলে পারে না। ৫. আমি এমন ব্যক্তি, যার কোনো নিবাস নেই। ৬. তোমার বাপের নাম কী? ৭. পুলিশের লোকের জানার কোনো উপায় নেই। ৮. ভুল কে না করে? প্রশ্ন-৯ ১. লোভ পরিত্যাগ কর, তুমি সুখে থাকবে। (সরল) ২. পড়াশোনা করলে জীবনে উন্নতি করতে পারবে। (যৌগিক) ৩. দোষ করেছ অতঃএব শাস্তি পাবে। (মিশ্র) ৪. মানুষ মরণশীল। (নেতিবাচক) ৫. এমন লোক নেই, যিনি দেশকে ভালোবাসেন না। (অস্তিবাচক) ৬. পিতা যখন আছেন পুত্রকে খেঁাজ কেন? (যৌগিক) ৭. শৈশবে তার বাবা মারা যান। (প্রশ্নবোধক) ৮. টাকায় কি সবই হয়? (নেতিবাচক) উত্তর : ১. লোভ পরিত্যাগ করলে তুমি সুখে থাকবে। ২. পড়াশোনা কর, জীবনে উন্নতি করতে পারবে। ৩. যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে। ৪. কোনো মানুষ অমর নয়। ৫. সবাই দেশকে ভালোবাসে। ৬. পিতা আছেন, সুতরাং পুত্রকে খেঁাজ কেন? ৭. তার বাবা কী শৈশবে মারা যান? ৮. টাকায় হয় না এমন কিছু আছে কী? প্রশ্ন-১০ ১. তিনি ধনী হয়েও অসুখী ছিলেন। (নেতিবাচক) ২. রহিমের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক) ৩. তুমি ধনী কিন্তু উদার নও। (জটিল) ৪. অল্পলোকই বেদের অথর্ বুঝত। (নেতিবাচক) ৫. দয়া করে সব খুলে বলুন। (যৌগিক) ৬. সে মরবে, তবুও এ কথা বলবে না। (জটিল) ৭. তাদের যে দৃষ্টি, তাতে সামান্য বিস্ময়ের ভাব। (সরল) ৮. এ কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। (প্রশ্নবাচক) উত্তর : ১. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। ২. রহিম অসুস্থ। ৩. যদিও তুমি ধনী, তথাপি তুমি উদার নও। ৪. অনেকেই বেদের অথর্ বুঝত না। ৫. দয়া করুন এবং সব খুলে বলুন। ৬. যদি তার মৃত্যুও হয় তবুও এ কথা বলবে না। ৭. তাদের দৃষ্টিতে সামান্য বিস্ময়ের ভাব। ৮. এ কথা কোনো বাপ কী ভদ্র সমাজে কবুল করিতে চাহিত? প্রশ্ন-১১ ১. দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে। (জটিল) ২. পৃথিবীতে অবাস্তব বলে কিছুই নেই। (অস্তিবাচক) ৩. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক) ৪. তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি। (অস্তিবাচক) ৫. আজকাল সব জিনিসই দুলর্ভ। (নেতিবাচক) ৬. আমার কথা বিশ্বাস কর, তোমার মঙ্গল হবে। (সরল) ৭. পরিশ্রম কর, তবে ফল পাবে। (মিশ্র) উত্তর : ১. যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে। ২. পৃথিবীর সবকিছুই বাস্তব। ৩. আহা! শীতে দরিদ্র মানুষের কী কষ্ট! ৪. তোমার এরূপ ব্যবহার অনুচিত। ৫. আজকাল কোনো জিনিসই সহজে লাভ করা যায় না। ৬. আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে। ৭. যদি পরিশ্রম কর, তবে ফল পাবে। প্রশ্ন-১২ ১. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। (জটিল) ২. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল) ৩. মেঘ গজর্ন করে, তবে ময়ূর নৃত্য করে। (সরল) ৪. আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। (যৌগিক) ৫. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক) ৬. তার টাকা আছে, কিন্তু তিনি দান করেন না। (মিশ্র) ৭. যেসব পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান হয়। (সরল) ৮. ভিক্ষুককে দান কর। (মিশ্র) উত্তর : ১. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে। ২. বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে। ৩. মেঘ গজর্ন করলে ময়ূর নৃত্য করে। ৪. আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। ৫. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। ৬. যদিও তার টাকা আছে, তবু তিনি দান করেন না। ৭. মাংসভোজী পশুরা অত্যন্ত বলবান হয়। ৮. যে ভিক্ষা চায়, তাকে দান কর। প্রশ্ন-১৩ ১. যা বাধর্ক্য, তা সব সময় বয়সের ফ্রেমে বঁাধা যায় না। (সরল) ২. পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। (জটিল) ৩. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক) ৪. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক) ৫. জন্মভ‚মিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক) ৬. এতে দোষ নেই। (প্রশ্নবোধক) ৭. দেশের সেবা করা সবার কতর্ব্য। (অনুজ্ঞাসূচক) ৮. সে কাল এলে আমি যাব। (জটিল) উত্তর : ১. বাধর্ক্যকে সব সময় বয়সের ফ্রেমে বঁাধা যায় না। ২. যে ব্যক্তি পরিশ্রম করে, সে ব্যক্তি সুখী হয়। ৩. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না। ৪. সবাই কহিয়া দেওয়া হইতে বিরত থাকিতেছে। ৫. জন্মভ‚মিকে কে না ভালোবাসে? ৬. এতে দোষের কী আছে? ৭. সকলে দেশসেবা কর। ৮. যদি সে কাল আসে, তাহলে/তবে আমি যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে