শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গণবিতে প্রশিক্ষণ কমর্শালা

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ২২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

২০ ডিসেম্বর গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের জানার্ল ক্লাবের আয়োজনে গবেষণা প্রবন্ধ লেখার প্রশিক্ষণমূলক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ কমর্শালা অনুষ্ঠিত হয়। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফুয়াদ হোসেন। এসময় ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মো. মেহেদী হাসান, ইংরেজি বিভাগের শিক্ষিকা সাকিনা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষাথীর্রা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. ইব্রাহিম খলিল বলেন, বিদেশে উচ্চশিক্ষার একমাত্র উপায় হচ্ছে গবেষণা। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে গবেষণা বাড়তি সুবিধা এনে দেয়। গবেষণার ক্ষেত্র হিসেবে বিভিন্ন ক্ষেত্র রয়েছে। আইডিয়া খুঁজে বের করে আমাদের নতুন নতুন গবেষণার কাজে যুক্ত হতে হবে। প্রশিক্ষণের শেষপযাের্য় শিক্ষাথীের্দর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. ফুয়াদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে