শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
  ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০
ক্যারিয়ার গঠনের বড় ক্ষেত্রÑ

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ৮০। ক্যারিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা অজর্ন করা প্রয়োজন? ক. কৃষি খ. আইসিটি গ. স্বাস্থ্য ঘ. দশর্ন সঠিক উত্তর : খ. আইসিটি ৮১। কোনটি বিশেষায়িত কাজের ক্ষেত্র? ক. ই-মেইল খ. ইন্টারনেট গ. সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার ঘ. প্রোগ্রামিং সঠিক উত্তর : ঘ. প্রোগ্রামিং ৮২। বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র কোনটি? ক. কম্পিউটার খ. জব সাইট গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. পত্রিকা সঠিক উত্তর : গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৮৩। কম্পিউটারে মোট কতটি কাজ রয়েছে? ক. একশ খ. দশ হাজার গ. বিশ হাজার ঘ. অসংখ্য সঠিক উত্তর : ঘ. অসংখ্য ৮৪। আটিির্ফশিয়াল ইন্টেলিজেন্স কোন ধরনের ক্যারিয়ার? ক. কম্পিউটার খ. ওয়েবসাইট নিমার্ণ গ. ইন্টারনেট ঘ. আইসিটি সঠিক উত্তর : ঘ. আইসিটি ৮৫। মোবাইল কমিউনিকেশন কোন ধরনের ক্যারিয়ার? ক. রোবোটিক খ. তথ্যপ্রযুক্তি গ. আকিের্টকচার ঘ. ইন্টারনেট সঠিক উত্তর : খ. তথ্যপ্রযুক্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে