শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
জনসম্পদÑ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
  ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়Ñ৮ ১০। বাংলাদেশে মাদকাসক্তির মূল কারণÑ ক. সঙ্গদোষ খ. কৌত‚হল গ. প্রেমে ব্যথর্তা ঘ. হতাশা সঠিক উত্তর : ক. সঙ্গদোষ ১১। বাংলাদেশে আইন অনুযায়ী ছেলেদের বিয়ের সবির্নম্ন বয়স কত? ক. ১৮ বছর খ. ২০ বছর গ. ২১ বছর ঘ. ২২ বছর সঠিক উত্তর : গ. ২১ বছর ১২। কাম্য জনসংখ্যা মানেÑ ক. কম জনসংখ্যা খ. মোটামুটি জনসংখ্যা গ . কতিপয় জনসংখ্যা ঘ. জনসম্পদ সঠিক উত্তর : ঘ. জনসম্পদ উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও। সাইফুল খুলনার একটি চিনিকলে বছরের তিন মাস কাজ করে। অন্য সময় বেকার থাকে। ১৩। সাইফুলের বেকারত্ব হলোÑ ক. প্রচ্ছন্ন বেকারত্ব খ. আকস্মিক বেকারত্ব গ. বাণিজ্যচক্রজনিত বেকারত্ব ঘ. মৌসুমি বেকারত্ব সঠিক উত্তর : ঘ. মৌসুমি বেকারত্ব ১৪। এ ধরনের বেকারত্ব দেখা যায়Ñ র. কৃষিক্ষেত্রে রর. শিল্পকারখানায় ররর. বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে