শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমার অবস্থা শেখ হাসিনার মতো প্রণব মুখাজির্

যাযাদি ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১২
প্রণব মুখাজির্

৪৩তম কলকাতা আন্তজাির্তক বইমেলায় লিটারেচার ফেস্টিভ্যাল উদ্বোধন করতে গিয়ে অতীতের স্মৃতিচারণ করলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভারতরতœ সম্মান প্রাপ্তির জন্য তাকে সংবধর্না জানানোর অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার দুঃখের মিল আছে, আমার অবস্থাও তার মতোই। খবর পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের। অনুষ্ঠানে প্রণব মুখাজীর্ বলেন, ‘কিছুদিন আগে ৮৪ বছর পূণর্ করেছি। এখনও সুস্থ আছি। প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি পাওয়ার পরে হিসাব করে দেখেছি গত দেড় বছরে প্রায় দু লক্ষ তেষট্টি হাজার কিলোমিটার ঘুরেছি ভারতবষের্র বিভিন্ন জায়গায়। ভারতবষের্র বাইরে একটি দেশেই গিয়েছিÑ সেটা বাংলাদেশ। চট্টগ্রাম গিয়েছিলাম।’ তিনি বলেন, ‘সেদিন একটা লেখায় পড়ছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। তার সঙ্গে আমার দুঃখের মিল রয়েছে। তিনি আক্ষেপ করে বলেছেন, এখন আর পারি না। সময় পাই না। নানা বঁাধা। কিন্তু মনটা চলে যায় ছোটবেলার দিকে, বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর দিকে। যখন সকাল থেকে সন্ধ্যে পযর্ন্ত বইমেলায় ঘুরতাম। পাতা উলটে দেখতাম। সারাটা দিন বইমেলায় ঘুরতাম।’ এভাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয়জন প্রণব মুখাজীর্ তার আবেগ ছড়িয়ে দেন পশ্চিমবঙ্গের বইমেলায়। তিনি বলেন, ‘সরকারি কাজে আটকে না গেলে আমার মনে পড়ে না, এমন কোনো বইমেলা হয়নি যে আমি আসিনি। শুধুমাত্র কোনো অনুষ্ঠানে যোগ দিতে নয়, বইমেলার আনন্দে অংশ নিতেই আমি বইমেলায় আসতাম।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক সমরেশ মজুমদার এবং দশটি দেশের দশজন অতিথি-সাহিত্যিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে