logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০  

সাক্ষাৎকার

চলচ্চিত্রে নিয়মিত হলেও নাটক ছাড়তে পারব না

টিভি নাটকের নিয়মিত অভিনেতা আনিসুর রহমান মিলন গত কয়েক বছর ধরে চলচ্চিত্রেও অভিনয় করছেন সুনামের সঙ্গে। আগামী ১৫ ফেব্রæয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘রাত্রির যাত্রী’। ছবি ও অন্যান্য বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গেÑ

চলচ্চিত্রে নিয়মিত হলেও নাটক ছাড়তে পারব না
আনিসুর রহমান মিলন

রাত্রির যাত্রী ... আগামী ১৫ ফেব্রæয়ারি ‘রাত্রির যাত্রী’ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। অনেক ভালোমানের একজন অভিনেত্রী তিনি। তার সঙ্গে কাজ করে অনেক অভিজ্ঞতা অজর্ন করেছি। প্রত্যাশা ... খুব সুন্দর গল্পের একটি সিনেমা। আমাদের এখানে সাধারণত ফেব্রæয়ারি, মাচর্ ও ডিসেম্বর মাসে মানুষের মধ্যে অন্য সময়ের চেয়েও দেশপ্রেমের বহিঃপ্রকাশ বেশি থাকে। আশা করছি, ভাষার মাসে ছবিটি দেখতে দশর্করা হলমুখী হবেন। ছবিটি দশর্কদের ভালো লাগবে। গল্পের ভিন্নতা ... সিনেমার গল্প মৌলিক। সিনেমায় গল্পের উপস্থাপনাও সুন্দর হয়েছে। এ ছাড়া ছবিটিতে আমাদের দেশের নারীর মযার্দা ও স্বাধীনতার কথা বলা হয়েছে। সব মিলিয়ে দশর্কদের কাছে ‘রাত্রির যাত্রী’ মন্দ লাগবে না। ‘গাঙচিল’ প্রসঙ্গ ... নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ছবিতে কাজ করছি। এখানে আমার চরিত্রের নাম ইকবাল। বতর্মানে ছবির আরও প্রধান দুই অভিনয়শিল্পী ফেরদৌস ও পূণির্মা অসুস্থ। তাই আপাতত কাজ বন্ধ রয়েছে ছবিটির। এটি পুরোপুরি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি। পরিচালকের গল্পের উপস্থাপনের ভাবনাটা একেবারে অন্যরকম মনে হয়েছে। মুক্তির অপেক্ষায় ... সবের্শষ ‘স্বপ্নে ঘর’সহ এ পযর্ন্ত আমার অভিনীত ১৩টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ‘রাত্রির যাত্রী’ ‘নাইওর’, ‘টাগের্ট’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ এবং ‘সাপ লুডু’সহ কয়েটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। নাটক ও সিনেমায় সমানভাবে কাজ ... চলচ্চিত্র ও নাটক দুটিতেই কাজ করছি। দুটিতে কাজ করতে তেমন সমস্যা হয় না। কেউ কেউ সিনেমায় কাজ শুরু করলে আর নাটকে কাজ করতে চান না। কিন্তু আমি তা করি না। আমি সিনেমায় কাজ করার ফঁাকে ফঁাকে হাতে সময় থাকলে নাটকের কাজ করি। আমি একজন পেশাদার অভিনয়শিল্পী হিসেবে তো আর বসে থাকতে পারি না। নাটকে অভিনয় ... আমি চলচ্চিত্রে বেছে বেছ কাজ করি। তাই আমার অভিনীত চলচ্চিত্রগুলো মুক্তির পর বেশ সাড়া পেয়েছি। চলচ্চিত্রে নিয়মিত হলেও আমি কখনো নাটক ছাড়তে পারব না। কারণ, নাটক থেকেই আমার চলচ্চিত্রে আসা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে