বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফরীদিবিহীন আরও এক বসন্ত

বিনোদন রিপোটর্
  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
হুমায়ুন ফরীদি

মঞ্চ-টিভি-চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদির সপ্তম মৃত্যুবাষির্কী আজ। আজ থেকে ৭ বছর আগে ঠিক এই পয়লা ফাল্গুনে (২০১২ সালের ১৩ ফেব্রæয়ারি) বণার্ঢ্য এক অভিনয় জীবন ফেলে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি। মৃতু্যুর আগে ফুসফুসের জটিলতাসহ নানা সমস্যার কারণে তিনি অসুস্থ ছিলেন। আর তার চলে যাওয়ার পর থেকেই ভক্ত, শুভাকাক্সক্ষীরা এই দিনে বসন্তের আগমনে উৎফুল্ল থাকার কথা থাকলেও তারা বসন্ত বিরহে থাকেন। ১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরীদি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অথর্নীতি বিভাগের ছাত্র ছিলেন তিনি। এ বিশ্ববিদ্যালয়ে নাট্যচচার্র পুরোধা ব্যক্তিত্ব নাট্যকার সেলিম আল দীনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। ১৯৭৬ সালে এই বিশ্ববিদ্যালয়ে প্রথম নাট্য উৎসব আয়োজনেরও প্রধান সংগঠক ছিলেন ফরীদি। এ উৎসবের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় অঙ্গনে তার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে বাংলাদেশে একজন মেধাবী ও শক্তিমান নাট্যব্যক্তিত্ব হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য হিসেবে তিনি গ্রাম থিয়েটারের চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। আশির দশকের শুরুতে হুমায়ুন ফরীদি প্রথম বিয়ে করেন। তার প্রথম সংসারে দেবযানী নামের এক কন্যাসন্তান রয়েছে। এরপর তিনি অভিনেত্রী সুবণার্ মুস্তাফাকে বিয়ে করেন। ২০০৮ সালে সুবণার্ মুস্তাফার সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। দুই ভাই দুই বোনের মধ্যে হুমায়ুন ফরীদি ছিলেন দ্বিতীয়। ফরীদি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে ‘ভÐ’, ‘শ্যামল ছায়া’, ‘জয়যাত্রা’, ‘আহা!’, ‘হুলিয়া’, ‘একাত্তরের যিশু’, ‘দহন’, ‘সন্ত্রাস’, ‘ব্যাচেলর’ প্রভৃতি। উল্লেখযোগ্য টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে ‘নীল নকশার সন্ধানে’ (১৯৮২), ‘দূরবীন দিয়ে দেখুন’ (১৯৮২), ‘ভাঙনের শব্দ শুনি’ (১৯৮৩), ‘ভবের হাট’ (২০০৭), ‘শৃঙ্খল’ (২০১০) প্রভৃতি। বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ধারাবাহিক ‘সংশপ্তক’ নাটকে ফরীদির অনবদ্য অভিনয়ের কল্যাণে ‘কানকাটা রমজান’ চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন হুমায়ুন ফরীদি। গত বছরে মরণোত্তর একুশে পদক পান হুমায়ুন ফরীদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে