বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদের নাটক নিয়ে ব্যস্ত চঞ্চল চৌধুরী

বিনোদন রিপোটর্
  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
চঞ্চল চৌধুরী

ঈদ আসতে এখনো বেশ কয়েকমাস বাকি। কিন্তু এরইমধ্যে শুরু হয়েছে ঈদকে ঘিরে নাটক নিমাের্ণর কাজ। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ও নাট্যাভিনেতা চঞ্চল চৌধুরী গেল ৫ ফেব্রæয়ারি নেপালে গিয়েছেন ঈদ নাটকের শুটিং-এ। সেখানে তিনি টানা দুই সপ্তাহ দুটি সাত পবের্র ধারাবাহিক ও দুটি খÐ নাটকের কাজ করবেন। নাটকগুলোর রচয়িতা বৃন্দাবন দাস। সাত পবের্র ধারাবাহিক নাটক দুটির নাম হচ্ছে ‘লেকুর এভারেস্ট জয়’ ও ‘২৫/২ কাঠমুÐু ভ্যালি’। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে আছেন শাহানাজ খুশী, প্রাণ রায়, অপণার্, নাবিলা’সহ আরও অনেকে। নাটকগুলো নিমার্ণ করছেন সকাল আহমেদ। নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে মুঠোফোনে নেপাল থেকে চঞ্চল চৌধুরী বলেন, ‘নেপালের আবহাওয়া এই মুহ‚তের্ বেশ ভালো। যে কারণে সবাই বেশ উচ্ছ¡াস নিয়ে কাজ করছেন। সকাল আহমেদ’র নিদের্শনায় দীঘির্দন যাবতই আমি কাজ করছি। সকাল সবসময়ই অনেক যতœ নিয়ে কাজ করে। যে কারণে তার নাটকে কাজ করে বেশ সাড়া পাওয়া যায়। আর এই নাটকগুলোর রচয়িতা বৃন্দাবন দাদা। বৃন্দাবন দাদার নাটকের আলাদা দশর্কই তৈরি হয়েছে। যারা দাদার রচিত নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার বিশ^াস এ নাটকগুলোও দশের্কর কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে।’ চঞ্চল চৌধুরী জানান দুটি খÐ নাটকের নাম এখনো ঠিক হয়নি। তবে নিমার্ণ কাজ শেষে অবশ্যই নাটক দুটির নাম চ‚ড়ান্ত করা হবে। চঞ্চল চৌধুরী অভিনীত সাগর জাহান পরিচালিত ধারাবাহিক ‘ডি টোয়েন্টি’ আরটিভিতে এবং একই পরিচালকের ধারাবাহিক ‘সোনার খঁাচা’ এনটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। এছাড়াও চঞ্চল চৌধুরী অভিনীথ ‘খেলোয়াড়’ ধারাবাহিকটি বাংলাভিশনে নিয়মিত প্রচার হচ্ছে। এই নাটকটি এরইমধ্যে বেশ দশর্কপ্রিয়তা পেয়েছে। চঞ্চল চৌধুরী প্রথম গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমাতে অভিনয়ের জন্য এবং দ্বিতীয়বার অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে