বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১২ মে ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য গণিত থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো চতুর্দশ অধ্যায় ৯। ৬৪ গু ৮ ক্ম ১২ - ৫০ এর সমাধান নির্ণয়ে ক্যালকুলেটর সচল অবস্থায় কতটি ধাপের প্রয়োজন হবে? উত্তর : ৩টি ১০। ৮ + ১২ + ৬০ = কত? এই অঙ্কটি সমাধান করতে বন্ধ ক্যালকুলেটরে কয়টি বোতাম টিপতে হবে? উত্তর : ৯টি ১১। গাণিতিক সমস্যা সমাধানে কোন যন্ত্রটি বিশেষভাবে উলেস্নখযোগ্য ভূমিকা পালন করে? উত্তর : ক্যালকুলেটর ১২। কম্পিউট শব্দের অর্থ কী? উত্তর : হিসাব করা ১৩। কম্পিউটার কী? উত্তর : কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র ১৪। আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তর : চার্লস ব্যাবেজ ১৫। কম্পিউটারের কার্যপদ্ধতির মূল বিষয়টি কেমন? উত্তর : খুবই সোজা ১৬। কম্পিউটারের মূল অংশগুলোর নাম লিখ। উত্তর : ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট ১৭। কম্পিউটার কয়টি মূল অংশের সমন্বয়ে কাজ করে? উত্তর : ৪টি ১৮। তথ্য-উপাত্ত ঢোকানোর জন্য কোন ডিভাইস দরকার? উত্তর : ইনপুট ডিভাইস ১৯। কি-বোর্ড ও মাউস কোন ধরনের ডিভাইস? উত্তর : ইনপুট ডিভাইস ২০। মনিটর কী? উত্তর : আউটপুট ডিভাইস ২১। কোন যন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র বলা হয়? উত্তর : অ্যাবাকাস যন্ত্র ২২। কম্পিউটারের প্রয়োজনীয়তা নির্দেশনাগুলোকে কী বলা হয়? উত্তর : সফটওয়্যার ২৩। চার্লস ব্যাবেজ কোন দেশের অধিবাসী? উত্তর : ইংল্যান্ড ২৪। কম্পিউটারের হার্ডওয়্যার কোন যন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়? উত্তর : সফটওয়্যার ২৫। 'অন' করা ক্যালকুলেটরে নিচের হিসাবটি পেতে কয়টি বোতাম টিপতে হবে? উত্তর : ৫টি ২৬। ক্যালকুলেটরে সাধারণত কয়টি বোতাম থাকে? উত্তর : ২৬টি ২৭। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর চালু করতে হয়? উত্তর : ঙঘ/অঈ ২৮। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয়? উত্তর : ঙঋঋ ২৯। কম্পিউটারের মূল অংশ কয়টি? উত্তর : ৪টি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে