বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয় পত্র

নতুনধারা
  ১২ মে ২০১৯, ০০:০০
'অনাবৃষ্টি' শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে ?

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। শব্দ ও পদ ২৩। 'পাপে বিরত হও'-বাক্যটিতে 'পাপে' কোন কারক? ক. কর্ম কারক খ. করণ কারক গ. অপাদান কারক ঘ. অধিকরণ কারক সঠিক উত্তর: গ. অপাদান কারক ২৪। 'ট্রেন ঢাকা ছাড়ল'-'ঢাকা' পদটি কোন কারক? ক. অপাদান খ. কর্ম গ. অধিকরণ ঘ. করণ সঠিক উত্তর: ক. অপাদান শব্দ গঠন ১। গঠনগত দিক থেকে শব্দ কয় শ্রেণিতে বিভক্ত? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ সঠিক উত্তর: ক. দুই ২। প্রধানত কয় উপায়ে শব্দ গঠন করা যায়? ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত সঠিক উত্তর: খ. পাঁচ ৩। 'বিষাদসিন্ধু' শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে? ক. সন্ধির সাহায্যে খ. প্রত্যয়যোগে গ. উপসর্গযোগে ঘ. সমাসের সাহায্যে সঠিক উত্তর: ঘ. সমাসের সাহায্যে ৪। 'অনাবৃষ্টি' শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে? ক. উপসর্গযোগে খ. প্রত্যয়যোগে গ. সন্ধির সাহায্যে ঘ. পদ পরিবর্তনের সাহায্যে সঠিক উত্তর: ক. উপসর্গযোগে ৫। 'পার্বত্য' শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে? ক. সন্ধির সাহায্যে খ. উপসর্গযোগে গ. পদ পরিবর্তনের সাহায্যে ঘ. সমাসের সাহায্যে সঠিক উত্তর: গ. পদ পরিবর্তনের সাহায্যে ৬। ধাতু ও শব্দের উত্তর ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমূহ যুক্ত হইয়া শব্দ প্রস্তুত হয়, তাহাদিগকে প্রত্যয় বলে।-এই সংজ্ঞাটি কে দিয়েছেন? ক. ডক্টর মুহম্মদ এনামুল হক খ. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ গ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ. ডক্টর সুকুমার সেন সঠিক উত্তর: খ. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ ৭। কৃত প্রত্যয় কয় প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ সঠিক উত্তর: ক. দুই ৮। শব্দের শুরুতে যুক্ত অংশকে কী বলে? ক. প্রত্যয় খ. বর্ণ গ. উপসর্গ ঘ. বিভক্তি সঠিক উত্তর: গ. উপসর্গ ৯। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ক. প্র খ. অঘা গ. পাতি ঘ. সম সঠিক উত্তর: গ. পাতি ১০। নিচের কোন দুটি তৎসম উপসর্গ? ক. বে, নি খ. অনা, কদ গ. অঘা, আব ঘ. অব, উপ সঠিক উত্তর: ঘ. অব, উপ ১১। কোনটি সংস্কৃত উপসর্গ? ক. দর খ. পাতি গ. অনু ঘ. ইতি সঠিক উত্তর: গ. অনু ১২। 'অঘা' শব্দাংশটি কোন প্রকার উপসর্গের উদাহরণ? ক. সংস্কৃত খ. খাঁটি বাংলা গ. তৎসম ঘ. বিদেশি সঠিক উত্তর: খ. খাঁটি বাংলা ১৩। উপসর্গের কী নেই? ক. অর্থ দ্যোতনার ক্ষমতা খ. অর্থবাচকতা গ. বিভক্তি যুক্ত করার সুযোগ ঘ. অন্য পদে যুক্ত হওয়ার বিধান সঠিক উত্তর: খ. অর্থবাচকতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে