বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১২ মে ২০১৯, ০০:০০

প্রশ্ন : বাংলাদেশ কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত? উত্তর : সাভারে। প্রশ্ন : দেশে বর্তমানে ভেটেরেনারি কলেজ চালু রয়েছে কয়টি? উত্তর : ৪টি। প্রশ্ন : ছাগল উন্নয়ন খামার কোথায়? উত্তর : সিলেটের টিলাগড়ে। প্রশ্ন : বাংলাদেশে জনপ্রতি বনভূমির পরিমাণ কত? উত্তর : ০.০১৮ হেক্টর। প্রশ্ন : পাহাড়ি বনাঞ্চলের আয়তন কত? উত্তর : ১৫,৬৬,৯৩৫ একর। প্রশ্ন : ম্যানগ্রোভ বনের আয়তন কত? উত্তর : ১৪,০৫,০০০ একর। প্রশ্ন : শাল বনাঞ্চলের আয়তন কত? উত্তর : ২,৮১,৯৫৩ একর। প্রশ্ন : বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল? উত্তর : প্রায় ১৭ শতাংশ। প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? উত্তর : পার্বত্য চট্টগ্রামের বনভূমি। প্রশ্ন : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভূমি কোনটি? উত্তর : সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম) প্রশ্ন : বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল কোনটি? উত্তর : মধুপুর জঙ্গল। প্রশ্ন : সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? উত্তর : সুন্দরী। প্রশ্ন : কোন কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়? উত্তর : গেওয়া। প্রশ্ন : ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয়? উত্তর : পেনসিল। প্রশ্ন : কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? উত্তর : গরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে