বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবির কুয়েত মৈত্রী হলে স্বর্ণপদক পেলেন যারা

শিক্ষা জগৎ ডেস্ক
  ১২ মে ২০১৯, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ২৮তম 'সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মৈত্রী ফাউন্ডেশনের স্বর্ণপদক, বৃত্তি প্রদান ও স্মারক বক্তৃতা-২০১৭, ২০১৮' সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও মৈত্রী ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান বিজয়ী ছাত্রীদের মধ্যে স্বর্ণপদক, সার্টিফিকেট, ক্রেস্ট ও বৃত্তির চেক তুলে দেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হলের আবাসিক শিক্ষক মনিরা পারভীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে