বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে ডিজিটাল পিএবিএক্সের উদ্বোধন

শিক্ষা জগৎ ডেস্ক
  ১২ মে ২০১৯, ০০:০০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিজিটাল পিএবিএক্সের উদ্বোধন ঘোষণা করেছেন ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান। ৯ মে প্রশাসনিক ভবনের নিচতলায় স্থাপিত কক্ষে এ উদ্বোধন ঘোষণা করা হয়। এটি চালু হলে শিক্ষক কর্মকর্তাদের সার্বক্ষণিক টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। দেশ ও দেশের বাইরে যোগাযোগের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে পিএবিএক্স। আর যোগাযোগব্যবস্থার উন্নতি হলে একাডেমিক ও প্রশাসনিক কাজ দ্রম্নতগতিতে এগিয়ে যাবে। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক হাজার কেভির বৈদু্যতিক সাব-স্টেশনের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এসময় উপস্থাপিত ছিলেন নোবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম, আইআইএসের পরিচালক ড. আবদুলস্নাহ-আল মামুন, রেজিস্ট্রার প্রফেসর মো. মোমিনুল হক, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে