শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে মাদক নিয়ে আরও খুনোখুনির আশঙ্কা

নতুনধারা
  ০২ জুন ২০১৯, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা মাদকের কড়ালগ্রাস কেড়ে নিল তরতাজা একটি জীবন। এলাকায় যে হারে মাদকের ছড়াছড়ি, এতে করে আরও খুনোখুনির আশঙ্কা করছেন সচেতন এলাকাবাসী। মাদকের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে শুক্রবার খুন হয়েছে আড়াইহাজার উপজেলার কাহিন্দী মাজার এলাকায় স্বপন (৩৩) নামে এক যুবক। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী এলাকাটি বরাবরই মাদক ব্যবসার জন্য পরিচিত। দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা এখানে এসে মাদক কিনে। এক সময় কাহিন্দী মাজার এলাকাটিতে বীরদর্পে মাদকের ব্যবসা করে গেছে তাহের আলী নামে এক ভন্ড। দীর্ঘ ৩০ বছর বীরদর্পে মাদক ব্যবসা করে সম্প্রতি ক্ষ্যান্ত হয়েছে তার মাদক ব্যবসা। এর মধ্যে বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকবার তার আস্তানা ভাংচুর ও মাদক ধ্বংস করে দিয়েছিল। জেল খেটেছে বহুবার। শেষ-মেশ বয়োবৃদ্ধ হয়ে এখন সে হাল ছেড়েছে। নতুন করে গজিয়েছে নতুন নতুন মাদক ব্যবসায়ী। এর মধ্যে কাহিন্দী মাজার-সংলগ্ন ইউছুফের ছেলে মজিবুর হলো প্রধান। বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জলে খেটেছে সেও। এলাকার আরেক মাদক ব্যবসায়ী ইয়াকুব জেল খেটে খেটে এখন সর্বশান্ত হয়ে বসেছে। সম্প্রতি নিহত কাহিন্দী গ্রামের রহম আলীর ছেলে স্বপন ও ছিল অন্যতম মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি। তাকে যারা হত্যা করেছে, তারাও মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা নিয়ে ঝগড়ার সূত্র ধরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত এলাকার সবুজ নামে এক নতুন মাস্তান। তাকে এ ব্যাপারে নিষেধ করা হলে সে ক্ষমতাসীন বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে হুমকি ধমকি প্রদর্শন করে এবং মারপিট করে। এ ছাড়াও এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর দ্বারা চলছে মাদকের ছড়াছড়ি। ফলে স্কুল-কলেজপড়ুয়া ছেলেরা ঝুঁকছে মাদকের প্রতি। সম্প্রতি সংঘটিত হত্যাকান্ডটি মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঘটেছে। আড়াইহাজার থানায় সদ্য যোগদান করা ওসি মো. নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে পুলিশ। মাদক ব্যবসায়ীদের শুধু গ্রেপ্তার করে কোর্টে চালান করলেই চলবে না। তদন্ত করে উপযুক্ত চার্জশিট প্রদান করলেই এই হত্যাকান্ডের সঠিক বিচার পাওয়া যাবে এবং এলাকা মাদক ব্যবসার ক্ষেত্রে আপাতত শান্ত হবে বলে এলাকাবাসী মনে করছেন। ঘটনার মূল নায়ক শামীম ও হাবিবুলস্নাহকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে