বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেয়ায় কারাদন্ড

নতুনধারা
  ০২ জুন ২০১৯, ০০:০০

বরিশাল অফিস বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ও ফেরিঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়ার অপরাধে জেলা পরিষদের কেয়ারটেকারসহ দুইজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দন্ডাদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলো- বরিশাল জেলা পরিষদের কেয়ারটেকার ওয়াহিদুজ্জামান এবং মীরগঞ্জ গ্রামের হাসেম সাজোয়ালের ছেলে রিয়াজুল ইসলাম। বাবুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, খেয়াঘাটের যাত্রী জনপ্রতি ৭ টাকার ভাড়া ১০ টাকা, মোটরসাইকেলের ১৬ টাকার ভাড়া ৩০ টাকা এবং ফেরিঘাটে ১০০ টাকার গাড়ির ভাড়া ১৬০০ টাকা আদায় করা হচ্ছিল। এই খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে