বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই কিলোমিটার দৃশ্যমান পদ্মা সেতু

দ্রম্নত কাজ শেষ হোক
নতুনধারা
  ০১ জুলাই ২০১৯, ০০:০০

পদ্মা সেতু একটি স্বপ্ন, এটি অপার সম্ভাবনার নাম। একটি দেশের মর্যাদার ও অহঙ্কারের প্রতীক, অর্থনীতির নতুন সোপান। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই পদ্মা সেতু। অনেক চড়াই-উতরাই পেরিয়ে, নানা কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্ত হয়ে পদ্মা সেতু বাস্তবায়নের দিকে দ্রম্নত এগিয়ে যাচ্ছে বর্তমান সরকারে সাহসী উদ্যোগ আর আন্তরিক প্রচেষ্টায়। অচিরেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হবে। এই স্বপ্ন পূরণের জন্য সরকার চ্যালেঞ্জ নিয়েছিল। এই চ্যালেঞ্জে সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হয়েছে। স্বপ্ন পূরণ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত মানুষের আনন্দের সীমা থাকবে না। এই সঙ্গে আনন্দ উপভোগ করবে দেশের মানুষ। এটা হবে সবার জন্য বড় পাওনা। আশার কথা, স্বপ্নের পদ্মা সেতু এখন দুই কিলোমিটারের বেশি দৃশ্যমান। দুদিন ধরে চেষ্টার পর অবশেষে চতুর্দশ স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ২১০০ মিটার (২.১ কিলোমিটার)। ড্রেজিং করে পলি অপসারণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুদিন স্থগিত থাকার পর ১৫ ও ১৬ নম্বর পিলারের উপর বসানো হয়েছে স্প্যানটি। একের পর এক স্প্যান বসিয়ে দৈর্ঘ্য বেড়ে চলছে পদ্মা সেতুর। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়ার পথে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জানে, ফেরি পাড়ি দিয়ে পদ্মা পার হওয়া ভয়ঙ্কর এক অস্বস্তিকর ও দীর্ঘ ভোগান্তির কাজ। এর মধ্যে যথেষ্ট বিড়ম্বনা ও ঝুঁকিও রয়েছে। এর ফলে ৭-৮ ঘণ্টার পথ পাড়ি দিতে ১২ থেকে ১৮ ঘণ্টা লেগে যায়। প্রতিদিনই এ ধরনের অমানবিক ভোগান্তির শিকার হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আর এটা চলে আসছে বছরের পর বছর ধরে। বঙ্গবন্ধু সেতু হওয়ার কারণে দেশের উত্তরাঞ্চলের মানুষ যেভাবে যাতায়াত সুবিধা ভোগ করতে পারছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ সেভাবে পারছে না। রাষ্ট্রীয় অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে পদ্মা সেতু নির্মাণ এতদিনে সম্ভব হয়নি। এ সেতু নিয়ে একের পর এক জল ঘোলা হওয়ার পরও যখন সেতু নির্মাণ প্রকল্প পুরোদমে চলছে এবং শেষ হওয়ার পথে তখন স্বাভাবিকভাবেই বলা যায়, বিষয়টি ওই অঞ্চলের মানুষ ও দেশের স্বার্থে অত্যন্ত ইতিবাচক, আনন্দের সংবাদ। কেননা বঙ্গবন্ধু সেতু বাস্তবায়নের পরের যে দৃষ্টান্ত তাতেও স্পষ্ট হয় যে- একটি সেতু কীভাবে মানুষের দৈনন্দিন জীবন ও দেশের সামগ্রিক অর্থনীতির ওপর রাখতে পারে উজ্জ্বল ভূমিকা। পালটে দিতে পারে মানুষের জীবনযাপন পদ্ধতি। উলেস্নখ, দেশের সবচেয়ে বড় অবকাঠামো হবে এ পদ্মা সেতু। যা অত্যাধুনিক স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। বর্তমান সরকার অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে নিজস্ব অর্থায়নে সেতু করার উদ্যোগ নিয়েছে। সরকারের এই উদ্যোগ আজ সর্বত্র প্রশংসিত হচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ধারণা করা যাচ্ছে, খুব কম সময়ের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে। অচিরেই স্বপ্নের পদ্মা সেতু পাবে বাংলাদেশ, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। সেতু বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ শেষ করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এটাই দেশের সবাই প্রত্যাশা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে