শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

জরিমানা এড়াতে হেলমেটে লাইসেন্স! যাযাদি ডেস্ক মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, ইনসু্যরেন্স বা অন্য দরকারি কাগজপত্র ভুল করে বাসায় রেখে আসার ঘটনা অহরহই দেখা যায়। ফলে গুনতে হয় জরিমানা। এ বিপত্তি এড়াতে অভিনব এক আইডিয়া বের করেছেন ভারতের গুজরাটের বাসিন্দা আর শাহ। দরকারি কাগজপত্রগুলো হেলমেটের সঙ্গেই সেঁটে দিয়েছেন এ মোটরসাইকেল চালক। এখন আর ওসব ভুল করে বাসায় রেখে আসার কোনো চান্সই নেই! তিনি বলেন, মোটরসাইকেলে চড়ার সময় সবার আগে আমি হেলমেট পরি। এ কারণে দরকারি কাগজগুলো ওটার সঙ্গেই লাগিয়ে নিয়েছি, যেন আর জরিমানা গুনতে না হয়। সম্প্রতি তার হেলমেটের কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এরপর দ্রম্নতই সেগুলো ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এমন অভিনব আইডিয়ার প্রশংসাও করেছেন অনেকেই। ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার বারহাট্টায় তানিয়া আক্তার (১৫) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের কোনাপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। তানিয়া নৈহাটী বালাম কোনাপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে। জানা যায়, বুধবার রাতে খাবার খেয়ে তানিয়া ঘুমাতে যায়। ভোরের দিকে বাড়ির লোকজন বাড়ির পিছনে আমগাছের ডালে গলায় ওড়না পঁ্যাচানো অবস্থায় তানিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে সকালে তানিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। বারহাট্টা থানার ওসি মো. বদরুল আলম খান জানান, সুরতহাল রিপোর্ট শেষে তানিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বারহাট্টা থানায় একটি অপমৃতু্যর মামলা হয়েছে। ইজিবাইকের ধাক্কায় শিক্ষকের মৃতু্য রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার দুপুরে ইজিবাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃতু্য হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির গ্রামের সমেশ উদ্দিনের পুত্র আ. বাতেন মাস্টার (৬৫) বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নাজিমখান বাজার যাওয়ার পথে তালতলা এলাকায় ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রম্নত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃতু্য ঘটে। আ. বাতেন মাস্টার সিঙ্গেরডাবরী হাট উচ্চ বিদ্যালয়ে বিএসসি শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, বিষয়টি শুনেছি। ব্যবস্থা নেয়া হবে। এ ব্যপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মাইক্রোর ধাক্কায় নিহত ১ মান্দা (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর মান্দায় মাইক্রোবাসের ধাক্কায় মিজানুর রহমান (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার ভারশোঁ ইউনিয়নের সগুনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিজানুর রহমান বাইসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে উপজেলা সদরে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা এক মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত মিজানুরকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে