শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
নারী উন্নয়নের জন্য -

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে শূন্যস্থান পূরণ দেয়া হলো অধ্যায় -৪ প্রশ্ন বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প -। উত্তর : পোশাকশিল্প প্রশ্ন : বাংলাদেশের পোশাকশিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক -। উত্তর : বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় অধ্যায় -৫ প্রশ্ন : মৌলিক চাহিদা -। উত্তর: পাঁচটি প্রশ্ন : বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ -। উত্তর : অতিরিক্ত জনসংখ্যা প্রশ্ন কৃষিজমির পরিমাণ - বসতি স্থাপনের কারণে কমে যাচ্ছে। উত্তর : অতিরিক্ত জনসংখ্যার প্রশ্ন : জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের প্রায় কত লোক গৃহহীন -। উত্তর : প্রায় ১০ লাখ লোক প্রশ্ন : দেশের জনগণের জীবনযাত্রার মান নির্ধারিত হয় - বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি মিলেই নির্ধারিত হয়। উত্তর : খাদ্য প্রশ্ন : নারী উন্নয়নের জন্য - প্রসার দরকার। উত্তর নারী শিক্ষার প্রশ্ন : বাংলাদেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন -। উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রশ্ন : শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা দেয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা ও -। উত্তর : গুণগত মান বৃদ্ধি প্রশ্ন : - ওপর মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে। উত্তর : দক্ষ জনসম্পদের প্রশ্ন : মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান -। উত্তর : শিক্ষা প্রশ্ন : দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও - প্রয়োজন। উত্তর : বাস্তবায়ন অধ্যায় ৬ প্রশ্ন : কোনো স্থানের - বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে। উত্তর : ১ থেকে ৭ দিনের প্রশ্ন : দুর্যোগ - পরিস্থিতি। উত্তর : মারাত্মক প্রশ্ন : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো - বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, অনাবৃষ্টি ইত্যাদি। উত্তর : অতিবৃষ্টি প্রশ্ন : পরিবেশ বিশেষজ্ঞদের মতে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের - এলাকা সমুদ্রতলে তলিয়ে যাবে। উত্তর : ২০ শতাংশ প্রশ্ন : বন্যার সময় - রোগ বেশি হয়। উত্তর : পানিবাহিত প্রশ্ন : পানিবাহিত রোগগুলো হলো - আমাশয়, চর্মরোগ ইত্যাদি। উত্তর : ডায়রিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে