বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
হংকং আন্দোলন

গ্রেপ্তার ১২ বছর বয়সি কিশোর

যাযাদি ডেস্ক
  ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০

হংকংয়ে চলমান চীনবিরোধী আন্দোলনে ১২ বছর বয়সি কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবরে নতুন করে আন্দোলন শুরু হওয়ার দ্বিতীয় দিনে স্কুলে যাওয়ার পথে ওই কিশোরকে গ্রেপ্তার করে হংকং পুলিশ। সংবাদসূত্র : বিবিসি নাম উলেস্নখ না করে বলা হয়, ওই কিশোরের বিরুদ্ধে পুলিশ স্টেশনে স্প্রে পেইন্টের অভিযোগ আনা হয়েছে। আগামী মাসেই তার শাস্তি হবে। জুন থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। তবে সাজা পাওয়ার মধ্যে সেই প্রথম। পুলিশ জানায়, ইউনিফর্মবিহীন পুলিশ তাকে থানার দেয়ালে স্প্রে করতে দেখে। এরপর তার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত যায়। প্রসিকিউটর জানান, পুলিশ সারারাত বাড়ির বাইরে অবস্থান করছিল। সকালে স্কুলে যাওয়ার সময় তাকে আটক করা হয় ও তলস্নাশি করে কালো রঙের স্প্রের সন্ধান মেলে। কিশোরটির আইনজীবী জ্যাকুলিন লাম বলেন, তাকে পুরো রাত হাজতে আটক রাখা হয়েছিল। তার শিক্ষা হয়েছে। আদালতের কাছে তিনি ছেলেটিকে একটি সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, তার মাত্র ১২ বছর বয়স। তাকে সুযোগ দেওয়া উচিত। কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের ফলে হংকংয়ে অস্থিরতা বিরাজ করছে। তবে চীনা নিয়ন্ত্রণাধীন আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে