শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

সমাজবিজ্ঞান প্রথমপত্র
রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ১৬ মার্চ ২০২০, ০০:০০

আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো অধ্যায়-১ ও ২ ১। কে বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন? ক. ডি সুজা খ. এ কে নাজমুল করিম গ. অনুপম সেন ঘ. আনোয়ার উলস্নাহ চৌধুরী সঠিক উত্তর : খ. এ কে নাজমুল করিম ২। জনসংখ্যার বিন্যাস ও স্থানান্তর গমন সমাজবিজ্ঞানের কোন অংশে আলোচিত হয়? ক. নগর সমাজবিজ্ঞান খ. সামাজিক মনোবিজ্ঞান গ. সামাজিক জনবিজ্ঞান ঘ. পরিবারের সমাজবিজ্ঞান সঠিক উত্তর : গ. সামাজিক জনবিজ্ঞান ৩। কোনটি সমাজবিজ্ঞানের উদ্ভবের পেছনে কাজ করেছিল? ক. ভাষা আন্দোলন খ. চিরস্থায়ী বন্দোবস্ত গ. ফরাসি বিপস্নব ঘ. সমাজতান্ত্রিক বিপস্নব সঠিক উত্তর : গ. ফরাসি বিপস্নব ৪। সমাজবিজ্ঞান- র. বস্তুনিষ্ঠ বিজ্ঞান রর. মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান ররর. সামাজিক বিজ্ঞান কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৫। সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত কোনটি? র. সামাজিক সমস্যা রর. সামাজিক পরিবর্তন ররর. সমাজতাত্ত্বিক মতবাদ কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৬। পেস্নটো কোন দেশের দার্শনিক? ক. জার্মান খ. ফ্রান্স গ. রোমানিয়া ঘ. গ্রিক সঠিক উত্তর : ঘ. গ্রিক ৭। ঞযব চৎরহপব গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ক. ১৫১৩ খ. ১৫২৩ গ. ১৫৩৩ ঘ. ১৫৪৩ সঠিক উত্তর : ক. ১৫১৩ ৮। ভিকো সমাজ বিবর্তনে কয়টি যুগের কথা বলেছেন? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি সঠিক উত্তর : খ. তিনটি ৯। চড়ংরঃরাব চযরষড়ংড়ঢ়যু কয় খন্ডে প্রকাশিত হয়? ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয় সঠিক উত্তর : ঘ. ছয় ১০। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের- ক. বিষয় খ. ফলাফল গ. ভিত্তি ঘ. তত্ত্ব সঠিক উত্তর : গ. ভিত্তি ১১। সমগ্রকের প্রতিনিধিত্বশীল অংশকে বলে- ক. নমুনা খ. পরীক্ষণ গ. তথ্য ঘ. ঘটনা সঠিক উত্তর : ক. নমুনা উদ্দীপকটি পড়ে ১২ নং প্রশ্নের উত্তর দাও। সালামত সাহেব বড় ব্যবসায়ী। তিনি সমাজে প্রভাবশালী ব্যক্তি। তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ১০০ কর্মচারী কাজ করেন। তিনি দিন দিন ব্যবসায় উন্নতি করছেন। ১২। অগাস্ট কোঁতের মতে সালামত সাহেব কোন যুগের অধিবাসী? ক. ধর্মকেন্দ্রিক যুগ খ. অধিবিদ্যাগত যুগ গ. দৃষ্টবাদী যুগ ঘ. ধনতান্ত্রিক যুগ সঠিক উত্তর : গ. দৃষ্টবাদী যুগ ১৩। উক্ত যুগের ক্ষেত্রে সঠিক তথ্য- র. সমাজে যোদ্ধাদের প্রভাব কম রর. সমাজে বিজ্ঞানীদের প্রভাব বেশি ররর. সমাজে পরিচালিত হবে বিশ্বাস ও প্রথার ভিত্তিতে। নিচের কোনটি সঠিক ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর অধ্যায়-৩ ১। আদিম সমাজ কেমন ছিল? ক. জটিল খ. যৌগিক গ. সরল ঘ. মিশ্র সঠিক উত্তর : গ. সরল ২। আত্মহত্যা নিয়ে গবেষণা করে খ্যাতি অর্জন করেন কে? ক. এমিল ডুর্খেইম খ. ইবনে খালদুন গ. অগাস্ট কোঁত ঘ. হার্বাট স্পেন্সার সঠিক উত্তর : ক. এমিল ডুর্খেইম ৩। প্রটেস্টান্ট ধর্মীয় মূল্যবোধ পুঁজিবাদের উদ্ভবের কারণ মনে করেন কে? ক. কার্ল মার্ক্স খ. ইবনে খালদুন গ. অগাস্ট কোঁত ঘ. ম্যাক্স ওয়েবার সঠিক উত্তর : ঘ. ম্যাক্স ওয়েবার ৪। দৃষ্টবাদের জনক বলা হয় কাকে? ক. কার্ল মার্ক্স খ. ইবনে খালদুন গ. অগাস্ট কোঁত ঘ. এমিল ডুর্খেইম সঠিক উত্তর : গ. অগাস্ট কোঁত ৫। আমলাতন্ত্রের জনক কে? ক. কার্ল মার্ক্স খ. ইবনে খালদুন গ. অগাস্ট কোঁত ঘ. ম্যাক্স ওয়েবার সঠিক উত্তর : ঘ. ম্যাক্স ওয়েবার ৬। খালদুনের মতে রাষ্ট্র গঠনের মূলে থাকে- ক. সামাজিক সংহতি খ. রাজনৈতিক সংহতি গ. গোষ্ঠী সংহতি ঘ. দলগত সংহতি সঠিক উত্তর : গ. গোষ্ঠী সংহতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে